প্রায় বছর চারেক ব্যবহারের পর আমার শাউমি স্মার্ট ব্যান্ড ৪ ডেড হয়ে গেলো গতকাল। কয়েকদিন থেকেই চার্জ হচ্ছিলো না। যা চার্জ ছিলো গতকাল দূপুরের দিকে শেষ হয়ে গেলো।
স্মার্ট ব্যান্ড বা ওয়াচ আমার দরকার দুটো কারণে। প্রথমত সময় দেখার জন্য। দ্বিতীয়ত প্রতিদিন কতটুকু হাটলাম সেটার হিসাব রাখার জন্য। বাকি সব কিছুর জন্য আলাদা আলাদা যন্ত্র আছে। যেমন ব্লাড প্রেশার মাপার জন্য ডিজিটাল বিপি মেশিন আছে। সেটা থেকেই হার্ট রেট জানতে। ওজন মাপার ডিজিটাল স্কেল আছে। SpO2 এর জন্য অক্সি মিটার আছে।
ষ্টেপ কাউন্টিং এর জন্য একটু একুরেট স্মার্ট ব্যান্ড / ওয়াচ দরকার ছিলো। যেসব ব্যান্ড বা ওয়াচে জিপিএস থাকে সেগুলো একুরেট হয় বেশী। কয়েক মাস আগেও এমেজফিট এর ২/৩টা মডেল ছিলো ৫ হাজার টাকা এরাউন্ড দামে, যেগুলোতে জিপিএস ছিলো। কিন্তু হঠাৎ করেই দেখলাম সেগুলো আর নাই। একবার মনে করলাম ১০+ হাজার টাকা দিয়েই একটা জিপিএস ওয়ালা স্মার্ট ওয়াচ কিনে ফেলি।
আজ ঘুম থেকে ওঠার পর মনে হলো এতো বেশী দাম দিয়ে স্মার্ট ওয়াচ কেনার কোন মানে হয় না। সেই তো ৪/৫ বছর পর হয়তো ব্যাটারীর আয়ু শেষ হবে। আর আমার তো অনেক অনেক ফিচার দরকার নাই।
একজন সুহৃদ বললেন Haylou Solar Lite এর কথা। তিনি নিজে ব্যবহার করছেন। জিপিএস না থাকলেও সেটা ফোনের জিপিএস (খূব সম্ভবত) ব্যবহার করে। তাই হয়তো একুরেসী ভালই পাওয়া যায়।
আমিও আজ (আগষ্ট ৩১, ২০২৩) ষ্টারটেক থেকে কিনে ফেললাম। দাম ২২১০ টাকা মাত্র। হাতে পরে হেটেও আসলাম এক পাঁক। খারাপ না।