এবারের বইমেলা

গত কয়েক বছরের মতো এবছরও বইমেলায় যাওয়া হয় নাই। তবে বইমেলায় না গেলেও বই কেনা কিন্তু বন্ধ থাকেনি। ধন্যবাদ অনলাইন বুক সেলারদের। তাদের কারণেই মূলত বই কিনতে পারছি ঘরে বসেই।

এবছর কি কিনলাম !?! এবছর কিছু অনুবাদ গ্রন্থ কিনেছি, সাথে ছিলো কিছু ক্লাসিক বই। সদ্য প্রকাশিত নতুন বই আগেও খূব একটা কেনা হতো না। এবারও সেই নিয়মের বাত্যয় হয়নি। নতুন বই বলতে মাত্র 3টি বই কিনেছি। এক. প্রীত রেজার স্মার্টফোন ফটোগ্রাফি, দুই রাগিব হাসানের বিজ্ঞানীদের কান্ড কারখানা ৩ সালেক খোকনের দেশে বেড়াই। বিজ্ঞানীদের কান্ড – কারখানার প্রথম খন্ডটি কেনা হয়েছিলো, পরে অবশ্য সেটি একজনকে উপহার দিয়েছিলাম। এবার তাই একত্রে ৩টি বই ই অর্ডার করেছি।

অর্ডার করা বই এর এর কিছু হাতে পেয়েছি, কিছু কয়েকদিনের মধ্যে হাতে পাবো আশা করছি। গতবারেও একই অবস্থা হয়েছিলো। মেলার শেষের দিকে যেসব অর্ডার ছিলো, সেসব হাতে পেতে কিছু বেশী সময় লেগেছিলো। তবে প্রকাশনা সংস্থার ফেসবুক পেজ থেকে যেসব অর্ডার করেছিলাম সেগুলো দ্রুতই হাতে পেয়ে গেছি।

এবার দেখা যাক কি কি বই কিনলাম।

২৬৯. বাংলার বনফুল (প্রথম স্তবক) – ড. নওয়াজেশ আহমেদ
২৭০. সাংবাদিকতা আমার ক্যামেরায় – পাভেল রহমান
২৭১. সাংবাদিকতায় আমার সূখস্মৃতি – পাভেল রহমান
২৭২. আমার মুক্তিযুদ্ধ – পাভেল রহমান
২৭৩. দ্য ফ্রিল্যান্সার : লেগে থাকলে সাফল্য আসবেই – মোঃ আমুনুর রহমান
২৭৪. ইউটিউব এভরিথিং – মোস্তাফিজুর রহমান
২৭৫. ফ্রিল্যান্সিং : ইন্টারনেট থেকে আয় – ফ্রিল্যান্সার নাসিম
২৭৬. মোবাইল অ্যাপে ক্যারিয়ার – জুবায়ের হোসেন
২৭৭. বেসিক আলী ১২ – শাহরিয়ার
২৭৮. বেসিক আলী ১ – শাহরিয়ার
২৭৯. একাত্তরের ঘাতক ও দালালরা কে কোথায় (পুরাতন বই) – মুক্তিযুদ্ধ চেতনা বিকাশ কেন্দ্র
২৮০. মোসাদ এক্সোডাস – গ্যাড সিমরন
২৮১. আজাদির লড়াই (কাশ্মির) – তারিক আলি, হিলাল ভাট, অঞ্জনা চ্যাটার্জি, পঙ্কজ মিশ্র, অরুন্ধতী রায়
২৮২. দ্য কিলিং অব ওসামা – সিমর হার্শ
২৮৩. মার্ডার ইন এ মিনিট – সৌভিক ভট্টাচার্জ
২৮৪. গুজরাট ফাইলস – রানা আইয়ুব
২৮৫. পার্মানেন্ট রেকর্ড – এডোয়ার্ড স্নোডেন
২৮৬. খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস
২৮৭. চিলেকোঠার সেপাই – আখতারুজ্জামান ইলিয়াস
২৮৮. প্রদোষে প্রাকৃতজন – শওকত আলী
২৮৯. সাক্ষী ছিলো শিরস্ত্রাণ – সুহান রিজওয়ান
২৯০. বিজ্ঞানীদের কান্ডকারখানা ১,২,৩ – রাগীব হাসান
২৯১. স্মার্টফোন ফটোগ্রাফি – প্রীত রেজা
২৯২. দেশে বেড়াই – সালেক খোকন
২৯৩. বিজ্ঞানের ১০০ মজার খেলা – মুহাম্মদ জাফর ইকবাল
২৯৪. দেখা আলো না দেখা রুপ – মুহাম্মদ জাফর ইকবাল
২৯৫. নভেরা – হাসনাত আবদুল হাই
২৯৬. হুমায়ুন আহমেদ – অনন্ত জীবন – নিসির আলি মামুন
২৯৭. ঢাকার বাঈজি উপাখ্যান – আরিফ নজরুল
২৯৮. আলোকচিত্রে বাংলা একাডেমি – ড. আমিনুর রহমান সুলতান
২৯৯. বাংলাদেশের রকগাথা: আজম খানের উত্তরাধিকার – মাকসুদুদ হক
৩০০. নভেম্বর ১৯৭৫ – নজরুল সৈয়দ
৩০১. বঙ্গবন্ধু ও বাংলাদেশ আলোকচিত্রের এলবাম (পুরাতন বই)
৩০২. আন্দালুসিয়ার ইতিহাস (১ম ও ২য় খন্ড) – ড. রাগিব সারজানি

আপাতত এই পর্যন্তই। বই পড়া এখনও শুরু করি নাই। তাই আপাতত কোন বই এর রিভিউ দেয়া যাচ্ছে না। ভাল থাকুন, সুস্থ্য থাকুন। নিয়মিত বই পড়ুন।

(বই এর ক্রম আমার সংগ্রহে থাকা সব বই এর সাথে সম্পর্কিত)

ফেসবুক মন্তব্য

রিফাত জামিল ইউসুফজাই

জাতিতে বাঙ্গালী, তবে পূর্ব পূরুষরা নাকি এসেছিলো আফগানিস্তান থেকে - পাঠান ওসমান খানের নেতৃত্বে মোঘলদের বিরুদ্ধে লড়াই করতে। লড়াই এ ওসমান খান নিহত এবং তার বাহিনী পরাজিত ও পর্যূদস্ত হয়ে ছড়িয়ে পড়ে টাঙ্গাইলের ২২ গ্রামে। একসময় কালিহাতি উপজেলার চারাণ গ্রামে থিতু হয় তাদেরই কোন একজন। এখন আমি থাকি বাংলাদেশের রাজধানী ঢাকায়। কোন এককালে শখ ছিলো শর্টওয়েভ রেডিও শোনা। প্রথম বিদেশ ভ্রমণে একমাত্র কাজ ছিলো একটি ডিজিটাল রেডিও কেনা। ১৯৯০ সালে ষ্টকহোমে কেনা সেই ফিলিপস ডি ২৯৩৫ রেডিও এখনও আছে। দিন-রাত রেডিও শুনে রিসেপশন রিপোর্ট পাঠানো আর QSL কার্ড সংগ্রহ করা - নেশার মতো ছিলো সেসময়। আস্তে আস্তে সেই শখ থিতু হয়ে আসে। জায়গা নেয় ছবি তোলা। এখনও শিখছি এবং তুলছি নানা রকম ছবি। কয়েক মাস ধরে শখ হয়েছে ক্র্যাফটিং এর। মূলত গয়না এবং নানা রকম কার্ড তৈরী, সাথে এক-আধটু স্ক্র্যাপবুকিং। সাথে মাঝে মধ্যে ব্লগ লেখা আর জাবর কাটা। এই নিয়েই চলছে জীবন বেশ।