টিভি বক্স সমাচার

জীবনে প্রথম টিভি বক্স ব্যবহার করছি। আগে অবশ্য ইন্টারনাল টিভি কার্ড ব্যবহারের অভিজ্ঞতা আছে। তবে জিনিস দুটো সম্পূর্নই ভিন্ন। ইন্টারনাল টিভি কার্ড হলো আমাদের ক্লাসিক টিভি মানে নন স্মার্ট টিভি। আর টিভি বক্স হলো অনেকটাই স্মার্ট টিভি, যদিও স্মার্ট টিভির সাথে সুক্ষ কিছু পার্থ্যক আছে।

স্মার্ট টিভিতে আপনি একই সাথে ক্লাসিক টিভি এবং অনলাইন টিভি দেখার সূবিধা পাবেন। ক্লাসিক টিভিতে যেমন টেরিষ্ট্রিয়াল এবং স্যাটেলাইট / ক্যাবল টিভি দেখা যায়, তেমন স্মার্ট টিভিতেও সে সূবিধা আছে। সেই সাথে ইন্টারনেটের মাধ্যমে আইপিটিভি সহ অন্যান্য ডিজিটাল সার্ভিস পাবেন। টিভি বক্সে শুধূমাত্র ইন্টারনেটের মাধ্যমে আইপিটিভি এবং অন্যান্য ডিজিটাল সার্ভিস পাবেন।

স্মার্ট টিভিতে সাধারণত ব্র্যান্ডের নিজস্ব টিভি অপারেটিং সিষ্টেম ব্যবহার করা হয়। সেখানে গুগল প্লে ষ্টোর দেয়া হয় না। অন্যদিকে টিভি বক্স ছোট একটি এন্ড্রয়েড কম্পিউটার। সেখানে প্লে ষ্টোর থাকে। প্রয়োজনীয় সব এপ প্লে ষ্টোর থেকে ডাউনলোড করে ব্যবহার করা যায়।

টিভি বক্সের সাথে যে রিমোট দেয়া থাকে তার ব্যবহার সীমিত। আপনি ইচ্ছে করলে এয়ার মাউস, ওয়্যারলেস মাইস বা কিবোর্ড ব্যবহার করতে পারেন। তবে মাউসের রাইট ক্লিক মানে এখানে ব্যাকস্পেস। পেনড্রাইভ, মেমোরি কার্ড ব্যবহার করা যায় এক্সট্রা ডিস্ক স্পেসের জন্য।

আজ এপর্যন্তই। ভাল থাকুন নিরন্তর।

ফেসবুক মন্তব্য

রিফাত জামিল ইউসুফজাই

জাতিতে বাঙ্গালী, তবে পূর্ব পূরুষরা নাকি এসেছিলো আফগানিস্তান থেকে - পাঠান ওসমান খানের নেতৃত্বে মোঘলদের বিরুদ্ধে লড়াই করতে। লড়াই এ ওসমান খান নিহত এবং তার বাহিনী পরাজিত ও পর্যূদস্ত হয়ে ছড়িয়ে পড়ে টাঙ্গাইলের ২২ গ্রামে। একসময় কালিহাতি উপজেলার চারাণ গ্রামে থিতু হয় তাদেরই কোন একজন। এখন আমি থাকি বাংলাদেশের রাজধানী ঢাকায়। কোন এককালে শখ ছিলো শর্টওয়েভ রেডিও শোনা। প্রথম বিদেশ ভ্রমণে একমাত্র কাজ ছিলো একটি ডিজিটাল রেডিও কেনা। ১৯৯০ সালে ষ্টকহোমে কেনা সেই ফিলিপস ডি ২৯৩৫ রেডিও এখনও আছে। দিন-রাত রেডিও শুনে রিসেপশন রিপোর্ট পাঠানো আর QSL কার্ড সংগ্রহ করা - নেশার মতো ছিলো সেসময়। আস্তে আস্তে সেই শখ থিতু হয়ে আসে। জায়গা নেয় ছবি তোলা। এখনও শিখছি এবং তুলছি নানা রকম ছবি। কয়েক মাস ধরে শখ হয়েছে ক্র্যাফটিং এর। মূলত গয়না এবং নানা রকম কার্ড তৈরী, সাথে এক-আধটু স্ক্র্যাপবুকিং। সাথে মাঝে মধ্যে ব্লগ লেখা আর জাবর কাটা। এই নিয়েই চলছে জীবন বেশ।