বিদায় ২০২১

আজ ডিসেম্বরের ২৫ তারিখ। খ্রীষ্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। আর ছয় দিন গেলেই আমরা পাবো নতুন বছর ২০২২ সাল। কিন্তু এই ২০২১ সালের অর্জন কি ? ২০২০ সালের মতোই ২০২১  করোনাাক্রান্ত বছর, যদিও শেষ দিকে এসে কিছুটা কমেছে, বাংলাদেশে। তবে সারা বিশ্বেই এখন করোনার চতুর্থ ঢেউ এর অপেক্ষায়। নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রণ অত্যন্ত দ্রুতগতিতে ছড়াচ্ছে ইউরোপ এবং আমেরিকায়। 

ব্যক্তিগত পর্যয়ে এই বছরটি আমার জন্য তেমন সূবিধাজনক ছিলো না নানা কারণে। এ বছরই দীর্ঘ রোগ ভোগের পর আম্মা চলে গেলেন। আব্বার অবস্থাও ভাল না। আমি এখন অনেকটা ঘরবন্দি জী্বনযাপন করছি। ঘরে বসে রেডিও শুনি, ইউটিউব দেখি আর ফেসবুক গুতাই। আর অনলাইনে জিনিসপত্র কিনি, হুদাই।

নতুন বছরে কি করবো !?! আপাতত দুটো বিষয়ে কঠোর হওয়ার চেষ্টা করবো। ফেসবুক যতোটা সম্ভব কম ব্যবহার করার চেষ্টা করবো। এটা দিনের অধিকাংশ সময় নষ্ট করে দিচ্ছে। ভাল কিছু কিংবা অন্য কিছু করতে চাইলে ফেসবুক ব্যবহার সীমিত করা ছাড়া হবে না। দ্বিতীয়ত অনলাইনে অহেতুক কেনাকাটা বন্ধ করতে হবে। যা প্রয়োজন সেটা ছাড়া অন্য কিছু আর না। দেখা যাক, কিভাবে কি করা যায়। 

এরপর যা করতে পারি। নানা কারণে বাইরে যেহেতু যাওয়া কম হচ্ছে এবার তাই টেবিলটপ ফটোগ্রাফি বা প্রোডা্ট ফটোগ্রাফির দিকে নজর দিবো। ঘরে বসে টুকটাক করা যাবে। ফটোশপ আবার ঝালিয়ে নিচ্ছি। নতুন বছরে সেটাও অব্যাহত থাকবে। সাথে রেডিও শোনা, বই পড়া, নতুন নতুন সিনেমা দেখাও অব্যাহত থাকবে। 

আপাতত এই টুকুই। 

নতুন বছরে ভাল থাকুন এই কামনা !!! শুভ নববর্ষ !!! 

Featured Image vikayatskina – www.freepik.com

ফেসবুক মন্তব্য

রিফাত জামিল ইউসুফজাই

জাতিতে বাঙ্গালী, তবে পূর্ব পূরুষরা নাকি এসেছিলো আফগানিস্তান থেকে - পাঠান ওসমান খানের নেতৃত্বে মোঘলদের বিরুদ্ধে লড়াই করতে। লড়াই এ ওসমান খান নিহত এবং তার বাহিনী পরাজিত ও পর্যূদস্ত হয়ে ছড়িয়ে পড়ে টাঙ্গাইলের ২২ গ্রামে। একসময় কালিহাতি উপজেলার চারাণ গ্রামে থিতু হয় তাদেরই কোন একজন। এখন আমি থাকি বাংলাদেশের রাজধানী ঢাকায়। কোন এককালে শখ ছিলো শর্টওয়েভ রেডিও শোনা। প্রথম বিদেশ ভ্রমণে একমাত্র কাজ ছিলো একটি ডিজিটাল রেডিও কেনা। ১৯৯০ সালে ষ্টকহোমে কেনা সেই ফিলিপস ডি ২৯৩৫ রেডিও এখনও আছে। দিন-রাত রেডিও শুনে রিসেপশন রিপোর্ট পাঠানো আর QSL কার্ড সংগ্রহ করা - নেশার মতো ছিলো সেসময়। আস্তে আস্তে সেই শখ থিতু হয়ে আসে। জায়গা নেয় ছবি তোলা। এখনও শিখছি এবং তুলছি নানা রকম ছবি। কয়েক মাস ধরে শখ হয়েছে ক্র্যাফটিং এর। মূলত গয়না এবং নানা রকম কার্ড তৈরী, সাথে এক-আধটু স্ক্র্যাপবুকিং। সাথে মাঝে মধ্যে ব্লগ লেখা আর জাবর কাটা। এই নিয়েই চলছে জীবন বেশ।