ভিডিও সেটিংস

গত কয়েকদিনের পড়াশোনা, ভিডিও দেখা আর হাতে কলমে টুকটাক ভিডিও করার ফলাফল

ডিএসএলআর ক্যামেরায় নরমালি ভিডিও করার জন্য
১. PAL সিলেক্ট করবেন (যদি থাকে)
২. সাথে এন্টি ফ্লিকার অফ বা 50Hz সিলেক্ট করবেন
৩. ২৫ এফপিএস
৪. শাটার স্পিড ১/৫০ সেকেন্ড
৫. এপারচার সবচেয়ে বড়
৬. আইএসও মিনিমাম রাখার চেষ্টা করবেন, তবে খেয়াল রাখবেন যেন ১৬০০ ক্রস না করে

নিয়ম হলো আপনার ফ্রেম রেট যা হবে শাটার স্পিড হবে তার ডাবল। ২৪/২৫ এফপিএস এ শাটার স্পিড ১/৫০, ৩০ এফপিএস এ শাটার স্পিড ১/৬০, ৬০ এফপিএস এ ১/১২০ এরকম। ৬০ বা ১২০ এফপিএস এ শ্যুট করা হয় সাধারণত স্লো মোশন / বি রোল তৈরী করার জন্য। পোষ্ট প্রোডাকশনে স্পিড ৫০% করে দিলেই সেটা স্লো মোশন হয়ে যাবে।

রেজ্যুলিউশন : সর্বোচ্চ রেজ্যুলিউশনে ভিডিও করা উচিত। আপনার ক্যামেরায় যদি 4K ভিডিও করার অপশন থাকে এবং ৬০ এফপিএস এ রেকর্ড করা যায় তবে তাই ব্যবহার করুন। ফাইল সাইজ অনেক বড় হবে, তবে প্রয়োজনে পরে ফুল এইচডি 1080p / 30 fps  নামিয়ে আনতে পারবেন। কখনই কম রেজ্যুলিউশনে ভিডিও করে পোষ্ট প্রোডাকশনে রেজ্যুলিউশন বা এফপিএস বাড়াতে যাবেন না। এতে কোয়ালিটি নষ্ট হবে।

১,২,৩ সাধারণত আমাদের দেশের জন্য প্রযোজ্য। আমাদের এখানে PAL সিষ্টেম এবং ইলেক্ট্রিসিটি 50Hz এ। এই ৩ সেটিংস রাখলে ফ্লিকারিং এড়ানো যায়। ইউএসএ / নর্থ আমেরিকায় NTSC সিষ্টেম এবং সেখানে ইলেক্ট্রিসিটি 60Hz এ।

আপাতত এ পর্যন্তই। ভাল থাকবেন।

ফটো ক্রেডিট Jakob Owens

ফেসবুক মন্তব্য

রিফাত জামিল ইউসুফজাই

জাতিতে বাঙ্গালী, তবে পূর্ব পূরুষরা নাকি এসেছিলো আফগানিস্তান থেকে - পাঠান ওসমান খানের নেতৃত্বে মোঘলদের বিরুদ্ধে লড়াই করতে। লড়াই এ ওসমান খান নিহত এবং তার বাহিনী পরাজিত ও পর্যূদস্ত হয়ে ছড়িয়ে পড়ে টাঙ্গাইলের ২২ গ্রামে। একসময় কালিহাতি উপজেলার চারাণ গ্রামে থিতু হয় তাদেরই কোন একজন। এখন আমি থাকি বাংলাদেশের রাজধানী ঢাকায়। কোন এককালে শখ ছিলো শর্টওয়েভ রেডিও শোনা। প্রথম বিদেশ ভ্রমণে একমাত্র কাজ ছিলো একটি ডিজিটাল রেডিও কেনা। ১৯৯০ সালে ষ্টকহোমে কেনা সেই ফিলিপস ডি ২৯৩৫ রেডিও এখনও আছে। দিন-রাত রেডিও শুনে রিসেপশন রিপোর্ট পাঠানো আর QSL কার্ড সংগ্রহ করা - নেশার মতো ছিলো সেসময়। আস্তে আস্তে সেই শখ থিতু হয়ে আসে। জায়গা নেয় ছবি তোলা। এখনও শিখছি এবং তুলছি নানা রকম ছবি। কয়েক মাস ধরে শখ হয়েছে ক্র্যাফটিং এর। মূলত গয়না এবং নানা রকম কার্ড তৈরী, সাথে এক-আধটু স্ক্র্যাপবুকিং। সাথে মাঝে মধ্যে ব্লগ লেখা আর জাবর কাটা। এই নিয়েই চলছে জীবন বেশ।