অনলাইন কেনাকাটা – ০২

ক্যামেরা আর মোবাইলের জন্য বেশ কয়েকটা মাইক্রোফোন আর অডিও ইন্টারফেস কিনেছিলাম। কিন্তু কোনটাই সে রকমভাবে ব্যবহার করা হয় নাই। এবার হঠাৎ করেই কিনে ফেললাম দুটো ওয়্যারলেস মাইক্রোফোন। প্রথমটা মূলতঃ মোবাইল ফোনে ব্যবহার করার জন্য, C Type কানেকশন আছে। এটা কেনার মাস দূযেক পর দেখি একই টাইপের আরেকটা মাইক্রোফোন আছে 3.5mm কানেক্টর সহ, মানে এটা ক্যামেরা এবং অডিও ইন্টারফেসে ব্যবহার করা যাবে। আগের K8 মাইক্রোফোন ডুয়াল এবং সিঙ্গেল ভার্শনে পাওয়া যায়। আমি কিনেছিলাম সিঙ্গেল মাইক্রোফোন। এবার তাই K35 এর ডুয়াল ভার্শন কিনলাম। মানে মাই্ক্রোফোন ২টা, রিসিভার ১টা। ​

         

ওয়্যারলেস মাইক্রোফোন এর বড় সূবিধা হলো তার নিয়ে কোন হাঙ্গামা নাই। ছোট জায়গায় কাজ করতে গেলে তার নিয়ে অনেক সমস্যা হয়। হয়তো রেহর্ডিং এর মাঝে কিছু একটা নিতে হবে। তখন এই সব তার এড়িয়ে নড়াচড়া কঠিন। সাথে সাহায্য করার জন্য কেউ থাকলে ভিন্ন কথা কিন্তু যারা একা একা কাজ করেন এবং যাদের সো কলড ষ্টুডিও নিজের বেডরুমে তাদের জন্য এই তারবিহীন মাইক্রোফোন বেশ কাজের। 

K35 এর দাম পড়েছে সব মিলিয়ে ৯৫০ টাকার মতো। আমি কেবল টেষ্ট করেছি, খারাপ মনে হয় নাই। 

কিনেছি দারাজের এই পেজ থেকে।

ফেসবুক মন্তব্য

রিফাত জামিল ইউসুফজাই

জাতিতে বাঙ্গালী, তবে পূর্ব পূরুষরা নাকি এসেছিলো আফগানিস্তান থেকে - পাঠান ওসমান খানের নেতৃত্বে মোঘলদের বিরুদ্ধে লড়াই করতে। লড়াই এ ওসমান খান নিহত এবং তার বাহিনী পরাজিত ও পর্যূদস্ত হয়ে ছড়িয়ে পড়ে টাঙ্গাইলের ২২ গ্রামে। একসময় কালিহাতি উপজেলার চারাণ গ্রামে থিতু হয় তাদেরই কোন একজন। এখন আমি থাকি বাংলাদেশের রাজধানী ঢাকায়। কোন এককালে শখ ছিলো শর্টওয়েভ রেডিও শোনা। প্রথম বিদেশ ভ্রমণে একমাত্র কাজ ছিলো একটি ডিজিটাল রেডিও কেনা। ১৯৯০ সালে ষ্টকহোমে কেনা সেই ফিলিপস ডি ২৯৩৫ রেডিও এখনও আছে। দিন-রাত রেডিও শুনে রিসেপশন রিপোর্ট পাঠানো আর QSL কার্ড সংগ্রহ করা - নেশার মতো ছিলো সেসময়। আস্তে আস্তে সেই শখ থিতু হয়ে আসে। জায়গা নেয় ছবি তোলা। এখনও শিখছি এবং তুলছি নানা রকম ছবি। কয়েক মাস ধরে শখ হয়েছে ক্র্যাফটিং এর। মূলত গয়না এবং নানা রকম কার্ড তৈরী, সাথে এক-আধটু স্ক্র্যাপবুকিং। সাথে মাঝে মধ্যে ব্লগ লেখা আর জাবর কাটা। এই নিয়েই চলছে জীবন বেশ।