ভিডিও লাইট কিনতে চাচ্ছিলাম অনেক দিন ধরেই। এর আগে ছোটখাট কিছু কিনেছি। কিন্তু সেগুলো লোডশেডিং এর সময় ভাল কাজ দিলেও ফটো বা ভিডিও করার সময় খূব একটা কাজে লাগে না। ইউএসবি লিং লাইট গোটা দুয়েক কিনেছিলাম, সেগুলোর আলো খূব একটা বেশী না। আবার যেগুলো সরাসরি বিদ্যুৎ এ চলে সেগুলোর আলো আবার এতো বেশী কড়া যে সরাসরি তাকানো যায় না। কয়েকটি সফট রিং লাইট দেখেছিলাম ইউটিউবে, তবে সেগুলি দেখার আগেই নজর কাড়লো একটি ভিডিও প্যানেল। এটিও সফট, তবে এটির সাইজ আয়তাকার। দাম অবশ্য একটু বেশী। দারাজে খূজতেই একটি মাত্র সেলারের কাছে পেলাম এই LED প্যানেলটি।
Jmary FM-17RS অর্ডার করার ২/৩ দিন পরেই হাতে পেলাম। সবকিছু ঠিকমতোই ছিলো। বক্সে প্যানেলটি ছাড়া একটি রিমোট কনট্রোল, ক্যাবল এবং লাইট ষ্ট্যা্ডে লাগানোর জন্য একটি এটাচমেন্ট ছিলো। আলো বেশ সফট। ১০০% ব্রাইটনেসে ব্যবহারের প্রয়োজন পড়ে না। আমি ২৫% ব্রাইটনেস এবং ৫৫০০ কেলভিনে গোটা দুই স্যাম্পল ভিডিও তৈরী করলাম। ফলাফল সন্তোষজনক।
৩০০০-৬০০০ কেলভিন পর্যন্ত সেট করা যায়। ৬০০০ কেলভিন মানে কুল হোয়াইট আর ৩০০০ কেলভিন হলো ওয়ার্ম হোয়াইট। ৫৫০০ কেলভিন ডে লাইট।
রিমোট দিয়ে ব্রাইটনেস এবং কেলভিন বাড়ানো কমানো যায় এবং লাইট অন-অফ করা যায়। এটা বেশ কাজের জিনিস।
ফেসবুক মন্তব্য