ভাগ্নি’র সাথে সেদিন বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছিলো। তার মধ্যে একটি ছিলো আইন আর তার প্রয়োগ নিয়ে। ও থাকে ফিনল্যান্ড। স্বভাবই সেখানে আইনের প্রয়োগ বেশ কঠোর। আর বাংলাদেশে আইন আছে ঠিকই, তবে ক্ষেত্রবিশেষে সেটি ম্যানেজও করা যায়।
ও ওর একটি অভিজ্ঞতা জানালো। ফিনল্যান্ডে যাওয়ার প্রথম দিকের ঘটনা। বাসে চড়ে কোথাও যাবে। ওর মান্থলী কার্ড দিয়ে (ধরেন) এ এবং বি জোনে যাওয়া যায়। সি জোনে গেলে আলাদা করে টিকেট কাটতে হয়। ও যাবে সি জোনের প্রথম ষ্টপেজে। তাড়াহুড়া বা অন্য যে কোন কারণেই হোক সে টিকেট না করেই বাসে চড়েছিলো। সাধারণত বাসে উঠার সময় জিজ্ঞাসা করে না টিকেট আছে কি নাই। যার দরকর সে টিকেট করে নেয়। কিন্তু বিধি বাম। সেদিন ও পড়লো টিকেট চেকারের হাতে। টিকেট চেকার সব সময় থাকে না বা চেক হয় না। হঠাৎ হঠাৎ তারা উদয় হন।
আমার ভাগ্নি নাকি বলেছিলো তাড়া থাকায় তার টিকেট করা হয়নি। সাথে একথাও বলেছিলো যে মাত্র একটি ষ্টেশন বেশী যাবে ব্লা ব্লা। টিকেট চেকার নাকি বলেছিলো এগুলো কোন যুক্তি হতে পারে না। ফলাফল – ৮০ ইউরো ফাইন। অথচ টিকেট কাটলে বড়জোর ৩ ইউরো খরচ হতো।
আমার ভাগ্নি এই ঘটনা বলার পর বলেছিলো তার জন্মের শিক্ষা হয়ে গেছে একবারেরই। এখন ভুলেও বিনা টিকেটে যাতায়াতের চিন্তা করে না। আমাদের দেশে এই শিক্ষা হওয়াটা জরুরী। না হলে কোনদিনই কোন কিছু ঠিক হবে না। তবে ব্যবহারকারীর যেমন সচেতনতা দরকার, সেই সাথে আইন প্রয়োগকারীর সততাও খূব বেশী দরকার। না হলে সব কিছু ম্যানেজ হয়ে জগাখিচুড়ী হয়েই থাকবে।
ভাল থাকুন নিরন্তর।
Image by Freepik
ফেসবুক মন্তব্য