করোনা কালে বাইলে বের হচ্ছি কম। খূব একটা প্রয়োজন না হলে বেরই হচ্ছি না। ফলে ফটোগ্রাফিও তেমন ভাবে করা হচ্ছে না। কিন্তু বছরের শুরুতেই ঠিক করেছিলাম প্রতিদিন একটি করে ছবি তুলবো। করোনার কারণে সেটি রীতিমতো হুমকির মুখে। তবে আশার কথা হলো এই আগষ্ট মাস পর্যন্ত একটি করে ছবি আমার ফ্লিকার একাউন্টে আপলোড করেছি। তবে এর মধ্যে কিছু ফাঁকি আছে। কয়েকদিন আসলেই ছবি তুলি নাই। সে কয়দিন ফটোশপ অনুশীলনের ছবি দিয়েছি। আর ছিলো কয়েকটি মোবাইল ফটো।
বাইরে যেতে না পেরে ঘরেই ছবি তুলেছি টুকটাক। এক্ষেত্রে টেবিলটপ ফটোগ্রাফি, টপ ডাউন বা ফ্ল্যাট লে ফটোগ্রাফি, প্রোডাক্ট ফটোগ্রফি, মিনিমালিষ্ট ফটোগ্রাফি – এসব বিষয়ই প্রাধান্য পেয়েছে। আমার পুরো ফ্লিকার এলবামটি ঘুরে আসতে পারেন এই লিংক থেকে।
এ বছর এপর্যন্ত (আগষ্ট ২০২০) মোট ৩টি ছবি এক্সপ্লোরাড হয়েছে। প্রথম যে ছবি ছবিটি এক্সপ্লোরড হয় সেটি একটি মাছির ছবি।
দ্বিতীয় ছবিটি ৩টি বিডস বা পুতির, পাশাপাশি রাখা ছিলো সাদা ব্যাকগ্রাউন্ডে।
আর তৃতীয় ছবিটি ছিলো আমার ফটোশপ অনুশীলনের। ছবিটি বলা চলে হঠাৎ করেই তৈরী হয়ে গিয়েছিলো। এতে আমার আসলে বাহাদুরির কিছু ছিলো না। আমি কেবল কিছু প্যারামিটার পরিবর্তন করেছিলাম।
এর আগে মাত্র দু’টি ছবি এক্সপ্লোরড হয়েছিলো। এটি ছবি ছিলো আমার প্রথম এক্সপ্লোরড হওয়া ছবি।
আর দ্বিতীয় এক্সপ্লোরড হওয়া ছবি হলো
আপনার কোন ছবি এক্সপ্লোরড হয়েছে কি ? যদি জানা না থাকে তবে এই ওয়েব সাইট থেকে সহজেই বের করতে পারেন আপনার কোন কোন ছবি ফ্লিকারে এক্সপ্লোরড হয়েছে। কেবল ফ্লিকারে যে ইমেইল এড্রেস দিয়ে রেজিষ্টেশন করেছিলেন সেটি দিবেন, বাকি দুই ঘরে কোন পরিবর্তন করার দরকার নেই। Applyএ ক্লিক করলেই পেয়ে যাবেন তালিকা।
ফেসবুক মন্তব্য