ব্লগ সাইটের হোষ্টিং নিয়ে সমস্যা আগেও একবার হয়েছিলো। সেবার ছিলো ম্যালওয়্যার। সামহোয়্যার ইন ব্লগের এসএম ইব্রাহিম লাভলু সেবার সব ঠিক করে দিয়েছিলো।
মাস খানেক আগে হঠাৎ করে ওয়ার্নিং আসলো যে আমার হোষ্টিং এর স্পেস প্রায় শেষের পথে। লগইন করে দেখি ৫ জিবির মাত্র কিছু মেগাবাইট খালি। অথচ চালু ব্লগ মাত্র একটা। বাকি গুলি ধরতে গেলে খালি। অপ্রয়োজনীয় কিছু ফাইল ডিলিট করার পর তেমন কোন লাভ হলো না। এদিকে একটা ফটোগ্রাফি সাইট এর কাজ শুরু করেছিলাম। কোন প্লাগইন ইনষ্টল করা যাচ্ছিলো না। ফলে সব সহ ব্যাকআপও নিতে পারছিলাম না। কেবল ডেটাবেজ ফাইল ডাউনলোড করতে পেরেছিলাম।
শেষ পর্যন্ত আরো ১০ জিবি স্পেস নিলাম। কিন্তু কয়েকদিনের মধ্যে সেটাও ফুল হয়ে যাওয়ার উপক্রম হলো। শেষ পর্যন্ত সার্ভার এডমিনকে জানালাম। তিনি কিছুক্ষণ পরেই মেইল দিয়ে জানালেন যে ‘সংখ্যা’ নামের এক প্লাগইন থেকে এরর লগ জেনারেট করতেছে, সেটাই এই স্পেস শেষ হয়ে যাওয়ার মূল কারণ। উনি পুরো এরর লগ গুলো মুছে দিলেন। তাতে দেখা গেলো আমার স্পেস লেগেছে মাত্র ১.৮ জিবি’র মতো। আমি পরে এই প্লাগইন মুছে দিয়েছিলাম। এটার কাজ ছিলো বাংলা সংখ্যা, তারিখ এবং ক্যালেন্ডার দেখানো।
আপাতত নতুন সাইটের কাজ শুরু আবার শুরু করবো ভাবতেছি। ভাল থাকবেন।
Image by 3D Animation Production Company from Pixabay
ফেসবুক মন্তব্য