AWR অনেক বছর ধরেই Wave Scan নামে একটি DX প্রোগ্রাম প্রচার করে থাকে। আমি আগে (৮০/৯০ এর দশকে) রেডিও’তেই শুনতাম। কিন্তু বর্তমানে তারা শর্টওয়েভ ট্রান্সমিশন এতোই কমিয়ে দিয়েছে এশিয়ায় ইংরেজী অনুষ্ঠান নাই বললেই চলে। আপাতত তাই অনলাইনই ভরসা। মোবাইলে শুনতে চাইলে গুগল পডকাষ্ট এপ ডাউনলোড করে নিন। তারপর AWR Wave Scan লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। সরাসরি শুনতে পারেন অথবা ডাউনলোড করে রাখতে পারেন।
গতকাল (৩১শে অক্টোবর ২০২১) অনেকদিন পর রেডিও’তে ওয়েভ স্ক্যান শুনলাম। ১৫৫৩০ কিলোহার্টজে রাত ৯:৩০ এ। রিসেপশন খূব ভাল ছিলো না। নয়েজ ছিলো অনেক। মাঝে মধ্যে কিছু কথা বুঝতে সমস্যাও হচ্ছিলো। রেকর্ড করেছিলাম বলে পরে শুনে রিসেপশন রিপোর্ট লিখেছি।
আর ল্যাপটপ / ডেস্কটপ এ শুনতে চাইলে এই সাইট থেকে শুনতে পারেন। ডাউনলোড ও করতে পারেন। এখানে প্রতিটি পর্ব ক্রমানুসারে সাজানো আছে। AWR Wave Scan
হ্যাপি ডিএক্সইং
হ্যাপি ডিএক্সইং
ফেসবুক মন্তব্য