২৫শে এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি বাড়ানো হয়েছে। আবার ২৫শে এপ্রিল থেকে রমজান মাসের রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন প্রশ্ন হলো করোনা ভাইরাস এর জন্য সব ব্যবস্থা নেয়া হয়েছে মানে ঘরে থাকতে বলা হচ্ছে – এ থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনে ফিরবো কবে নাগাদ।
এ নিয়ে নেটে একটু খোঁজ করছিলাম। সেখানে বলা হচ্ছে যেদিন আর একজনও করোনা ভাইরাস আক্রান্ত রোগী পাওয়া যাবে না, তখন থেকে পরবর্তী দুই থেকে তিন সপ্তাহ যদি আর কোন আক্রান্ত রোগী পাওয়া না যায় – তাহলে এই সাবধানতা মানে ঘরে থাকার নিয়ম থেকে স্বাভাবিক জীবনে ফিরতে পারবো।
এখন প্রশ্ন হচ্ছে – বাংলাদেশের স্বাস্থ্য সেবার যে সীমাবদ্ধতা আছে তাতে এই পদ্ধতি কতটুকু কার্যকর করা যাবে ?
আপাতত ঘরেই থাকুন। নিজে সুস্থ্য থাকুন, পরিবার’কে সুরক্ষিত রাখুন।
ফেসবুক মন্তব্য