প্রথম ডিএসএলআর কিনেছিলাম মনে হয় ২০১১ সালে। তখন আমার চোখের অবস্থা মোটেও ভাল না। জন্মগত ত্রুটির কারণে অনেক কিছুই ঠিকমতো দেখতে পেতাম না। সবচেয়ে বড় সমস্যা ছিলো ভিউফাইন্ডারে ফোকাসিং পয়েন্ট বা অন্য লেখা কিছুই দেখতে পেতাম না। আবার নাইকন ডি৩০০০ ক্যামেরায় লাইভ ভিউ ও ছিলো না। ফলে প্রচুর ছবিতে সাবজেক্ট আউট অফ ফোকাস হয়ে যেত। ২০১৪ সালে এক চোখ অপারেশন হয়। পরিস্থিতি এখন অনেকটাই ভাল।
২০১১ সালে কোন এক ঈদের আগে (খূব সম্ভবত) টিটিএল গ্রুপের সাথে গিয়েছিলাম কমলাপুর ষ্টেশনে। প্রচুর ছবি তুলেছিলাম। বেশীর ভাগ ছবিই প্রসেস করা হয় নাই। এবার নতুন করে আবার ছবি এডিট আর প্রসেস করলাম। অনেক ছবি মুছে ফেলতে হলো নানাবিধ কারণে। অনেক ছবি ফোকাস হয় নাই অথবা লো লাইটে ব্লার হয়ে গেছে।
ফেসবুক লিংক এখানে
ফেসবুক মন্তব্য