কান পাঁকা রোগের কথা শুনতাম ছোটবেলায়। মেয়েদের মনে হয় বেশী হতো। কিন্তু এই রোগে যে কারো মৃত্যু হতে পারে এই প্রথম জানলাম। এক মেয়ে, সদ্য কলেজে ভর্তি হয়েছে। কানে ব্যথা হচ্ছে শুনে বাবা-মা ডাক্তারের কাছে নিয়ে গেছে। কিছুদিন পরেই হঠাৎ দেখা গেলো মেয়ের কান দিয়ে রক্ত/পূঁজ বের হচ্ছে। সাথে জ্বর। ডাক্তার জানালেন সার্জারী লাগবে।
বাবা-মা এই ডাক্তারের কথা না শুনে ভর্তি করলেন এক হাসপাতালে। তারা জানালেন আগের চিকিৎসা ভুল হয়েছিলো। কিন্তু মেয়ে ততোক্ষণে কোমায় চলে গেছে। হাসপাতালের ডাক্তাররা শুরুতে আশার বাণী শোনালেও পরে তারাও আশা ছেড়ে দেন।
২ দিন আগে সে মেয়ে চলে গেলো না ফেরার দেশে।
ফেসবুক মন্তব্য