ডিএসএলআর বা এজাতীয় ক্যামেরা দিয়ে ভিডিও করা হয় না খূব একটা। ফলে ভিডিও করতে গেলে নানা রকম সমস্যায় পড়তে হয়। এ কারণে ডিজেআই ওসমো পকেট দিয়ে ভিডিও শুট করা আমার জন্য সহজতর। আর ডিএসএলআর হাতে নিয়ে শুট করতে গেলে ব্যাপক কাঁপাকাঁপি হয়। আর আমার নাইকন ডি৭১০০ এর ওজনও বেশ।
নাইকন জেডএফ ক্যামেরার ওজন বেশী হলেও এর মধ্যে বিল্টইন ষ্টাবিলাইজার আছে, সাথে আছে ইলেক্ট্রনিক ষ্টাবিলাইজার। আখেরী মুনাজাতের দিন সকাল থেকে দূপুর পর্যন্ত এয়ারপোর্ট ষ্টেশনে বেশ কিছু ভিডিও শুট করলাম। দেখা গেলো কাঁপাকাঁপি ভালই ষ্ট্যাবল করতে পারে।
তবে সমস্যা ছিলো অন্য। সাধারণত ফ্রেম রেট যা সিলেক্ট করা হয়, শাটার ষ্পিড সিলেক্ট করতে হয় তার দ্বিগুণ। কিন্তু কড়া রোদের মধ্যে দেখা গেলো ভিডিও ওভার এক্সপোজড। এক্ষেত্রে এপারচার আরো ছোট করা যেতো, কিন্তু সেসময় সেটা কেন যেন মাথাতেই আসে নাই। আমি বেশ কয়েকবার শাটার স্পিড আরো দ্রুত করে এক্সপোজার কন্ট্রোল করছিলাম। তাতে কি ভুল হয়েছে, ভিডিও দেখে এখন আর কিছু বুঝতেছি না। আর ভিডিও’র প্রোপারিটিজে ফ্রেম রেট ছাড়া এপারচার আর শাটার স্পিডের আর কোন তথ্য নাই।
যাই হোক। ক্যাপকাট ফর পিসি প্রথমবারের মতো ব্যবহার করছি। বেশ সহজ সরল একটা সফটওয়্যার। সেটা দিয়েই এক্সপোজার কিছুটা কন্ট্রোল করা করা গেলো।
ভিডিও
Camera : Nikon Zf
Camera : Nikon Zf
ফেসবুক মন্তব্য