সেদিন মতিঝিল মেট্রো ষ্টেশনের নিচে এক ট্রাক ঘিরে দেখি ব্যাপক হাউকাউ। কাছে গিয়ে বুঝলাম টিসিবি’র ন্যায্যমূল্যের পণ্য বিক্রি হচ্ছে। ক্রেতাদের বেশীরভাগই নিম্নবিত্ত এবং মহিলা। অল্প কিছু পূরুষও ছিলেন। তবে হাউকাউ করছে মহিলারাই। আমি একটু দূর থেকে ছবি তোলার পর ট্রাকের কাছে যেতেই বিতরণকারী এক লোক আমাকে বলে যে এইসব মহিলাদের ছবি তুলেন। জিনিস দেয়া মাত্র সেগুলো অন্যের কাছে দিয়ে আবার হাত বাড়ায়। লাইনে দাড়ানো এক বৃদ্ধ লোকও বলে এই মহিলাদের তাড়ান।
অভাব এমন এক বিষয় যা আসলে কোন নৈতিকতার ধার ধারে না। কয়েকজন রিকশাচালকও আশেপাশে ছিলেন্, হয়তো সূযোগ পেলে চাল / তেল / চিনি নিয়ে যাবেন। এক মোটর সাইকেল আরোহিও দাড়িয়ে ছিলেন, পরে হতাশ হয়ে চলে গেলেন।
ফেসবুক মন্তব্য