ঘটনা অনেক কাল আগের। কাজ করি এক ঠিকাদারী প্রতিষ্ঠানে। সরকারী বিভিন্ন ধরণের নির্মাণ কাজ করে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানের কর্ণধার একদিন এক সরকারী অফিসে গেলেন বিল সংক্রান্ত কাজে। বিল ছাড় করতে হলে খরচ করতে হয়। আগের দিন রাতে সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে ফোনে বোঝাপড়াও হয়ে গেছে। সে ভাবেই প্রস্তুতি নিয়ে গেলেন।
সেদিন ছিলো বিশ্ব ইজতেমার আখেরী মোনাজাতের দিন। কর্মকর্তার রুমে ঢুকে দেখেন তিনি বাথরুমে ওজু করছেন। আখেরী মোনাজাতে অংশ নিতে যাবেন।
ওজু করে এসে ঠিকাদার’কে বসে থাকতে দেখে বললেন ‘কি ভাই এতো দেরী করলেন যে ? আরেকটু দেরী হলে তো বের হয়ে যেতাম।’
এরপর ড্রয়ার এর তালা খুলে দিয়ে বললেন ‘এখানে রাখেন। মোনাজাতে যাচ্ছি। এখন আর হাত দিয়ে ধরবো না।’
বাংলায় কি যেন একটা কথা আছে না……
ছবি : সংগৃহিত
ফেসবুক মন্তব্য