সাম্প্রতিক ঘাটাইল সফরে যে ভাগ্নের বাসায় ছিলাম সে বাসায় চমৎকার একটি ছাদ বাগান আছে। বাসার কর্ত্রী আর তাদের দুই মেয়ে নিয়মিত এই ছাদ বাগানের পরিচর্যা করে। বাগানে ফুল গাছের পাশাপাশি কিছু ফলের গাছও আছে। সবচেয়ে বেশী অবাক হয়েছিলাম মাল্টা আর কমলা গাছ দেখে। আমি যেটাকে পেয়ারা মনে করেছিলাম পরে শুনি সেটা আসলে কমলা। ছাদে বড় করে টব তৈরী করে ফল গাছগুলি লাগানো হয়েছে। ফুল গাছগুলি সাধারণ প্লাষ্টিক টবে। দোতালার ছাদ (অর্ধেক) আর ৩ তলার ছাদ (অর্ধেক) জুড়ে এই বাগান।
এখানে কিছু ফলের ছবি
ভাল থাকুন নিরন্তর।
ফেসবুক মন্তব্য