এ পর্যন্ত চেনা-পরিচিত যাদেরই ডেঙ্গু হয়েছে, সবাই’কেই মনোবল শক্ত রাখার কথা বলেছি। বলেছি ভয়ের কিছু নাই, শক্ত থাকলে সহজেই এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। সাথে কেবল ডাক্তারের পরামর্শ মেনে চলতে হবে।
৩দিন জ্বরের পর গতকাল এনএস১ টেষ্ট করিয়েছিলাম। রেজাল্ট গতকালই দিয়েছিলো, আমি আনলাম আজ। সাথে ডাক্তারও দেখিয়েছি। ডেঙ্গু টেষ্ট নেগেটিভ। নেগেটিভ লেখাটা দেখে মনে হলো হাপ ছেড়ে বাঁচলাম। মনে মনে হয়তো আমিও কিছুটা টেনশনেই ছিলাম।
ডাক্তার চাঁদপুর ভ্রমন এবং সানবার্নের কথা শুনে সেটাকেই জ্বরের কারণ বলে মনে করলেন। গতকাল ব্লাড দিয়ে আসার পরই দুই হাতে বেশ কিছু ফুস্কুড়ি উঠেছিলো। ডাক্তার সাহেব দেখে বললেন এগুলো সানবার্নের। আপাতত খুসখুসে কাশি আর খূবই সামান্য জ্বর আছে। ঔষধ দিয়েছেন, আশা করা যায় ৩/৪ দিনের মধ্যে পুরো ঠিক হয়ে যাবে।
যে হারে ডেঙ্গু হচ্ছে, সামান্য জ্বর হলেও হেলাফেলা করা ঠিক হবে না। এনএস১ টেস্ট জ্বরের ১-৩ দিনের মধ্যে করতে পারেন। আরেকটা এন্টিবডি টেষ্ট আছে সেটা ৪ দিনের পর করা যায়। সরকারী হাসপাতালে এনএস১ এর ফি ১০০ টাকা, প্রাইভেটে আমি দিলাম ৩০০+ টাকা। এন্টিবডি টেষ্ট ৫০০ টাকা।
ভাল থাকুন নিরন্তর।
ফেসবুক মন্তব্য