টড হিডো একজন আমেরিকান ফটোগ্রাফার। তার জন্ম ওহাইও’তে ১৯৬৮ সালের ২৫শে আগষ্ট। কাজ করেছেন সানফ্রান্সিসকো বে এরিয়াতে। বর্তমানে ক্যালিফোর্নিয়া কলেজ অফ আর্টস ইন সান ফ্রান্সিসকো’তে কর্মরত আছেন।
টড হিডো পরিচিত রাতে বাড়ীর ছবি এবং ঘরের আভ্যন্তরিন ছবি তোলার জন্য। এপর্যন্ত তার প্রায় ১৭টি বই প্রকাশিত হয়েছে। সেই সাথে ছবির প্রদর্শনী হয়েছে অসংখ্য।
আপাতত এই হলো টড হিডো সম্পর্কে প্রাথমিক তথ্য। আমার আগ্রহের বিষয় ছিলো তার ছবি তোলার সাবজেক্ট নিয়ে। প্রথমত Homes at night বা Interiors এ তার যে ছবিগুলো তার পোর্টফোলিও’তে সেগুলি দেখতে খূবই সাদামাটা টাইপের। বেশীর ভাগ ক্ষেত্রেই আলাদা কোন লাইটিং ব্যবহার করা হয়নি। আশেপাশে কোন লোকজনও দেখা যায় না। অন্ধকারে দাড়িয়ে থাকা একাকী নিঃসঙ্গ কোন বাড়ী। ঘরের আভ্যন্তরিন ছবিগুলোও কিন্তু চোখ ঝলসানো সাজানো গোছানো না। অনেক সময়ই দেখা যাচ্ছে ঘরে কোন আসবাবপত্র নেই। আবার যেগুলো আছে সেগুলোও খূব সাধারণ। হয়তো খাটে কেউ ঘুমিয়েছিলো, বালিশটা এলোমেলো ভাবে রয়ে গেছে। তার পোর্ট্রেট ফটোগ্রাফিও সেরকম। ঘরোয়া পরিবেশে তোলা।
তার পোর্টফোলিওতে ছবি দেখতে দেখতে মনে হচ্ছিলো এরকম ছবি তো আমিও তুলতে পারি। কিন্তু আসলেই কি পারবো ?
হ্যাপি ক্লিকিং !!!
ছবি : By Cmichel67 – Own work, CC BY-SA 4.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=121585920
টড হিডোর ওয়েব সাইট
টড হিডো (উইকিপিডিয়া)
ফেসবুক মন্তব্য