বাংলাদেশ চা বোর্ড পরিচালিত টি রিসোর্ট এন্ড মিউজিয়াম এর কটেজ / বাংলো পরিভ্রমণ। প্রতিরাতের ভাড়া ৯৫০০ টাকা। সাথে পাবেন কমপ্লিমেন্টারি ব্রেকফার্ষ্ট। দূপুর আর রাতের খাবারে খরচ হবে ৫৬৫ টাকা, যদি রিসোর্টের রেষ্টুরেন্টে খেতে চান। সেক্ষেত্রে আগেই কনফার্ম করতে হবে। অন দ্য স্পট অর্ডার করার সূযোগ নাই।
আমরা যে কটেজে ছিলাম সেখানে ২টি বেডরুম ছিলো, এটাচড বাথ সহ। ২+২ = ৪ জন থাকা যায়। বাথরুমে গরম পানির ব্যবস্থা আছে। ড্রইং, ডাইনিং এবং একটি বারান্দা আছে। ড্রইং রুমে টিভি, ওয়াইফাই রাউটার আছে। টিভিতে বিভিন্ন চ্যানেল আছে। ওয়াইফাই কাজ করে, ব্যান্ডওয়াইডথ খূব বেশী না হলেও কাজ চালানো যায়। প্রতিটি রুমে এসি এবং ফ্যান আছে। প্রতিদিন ৪টি পানির বোতল এবং টয়লেট্রিজ দেয়া হয়। সাথে টি ব্যাগ। ফ্রিজ এবং ইলেক্ট্রিক কেতলি আছে।
রুমের দরজা, ভিতরের কাবার্ডগুলি খূব একটা ভাল না। জোড়াতালি দিয়ে কাজ চলছে। কোন কোন বাংলোতে গরম পানির ব্যবস্থাতে সমস্যা আছে। যেমন আমাদের নেয়া অন্য একটি বাংলোতে বেসিনে গরম পানি পাওয়া গেলেও শাওয়ারে গরম পানি ছিলো না।
পুরো এলাকার সিকিউরিটি ভাল। আপনি ইচ্ছে করলে এখানে ঘুরে বেরাতে পারবেন সকাল / সন্ধ্যা। রেষ্টুরেন্টের সাথে একটি সুইমিং পুল আছে। পানি প্রতিদিন চেঞ্জ করা হয়। সব মিলিয়ে খারাপ না।
ফেসবুক মন্তব্য