বাংলাদেশ চা বোর্ড এর টি রিসোর্ট এন্ড মিউজিয়ামে ছোট একটি ২ রুমের জাদুঘর আছে। গেট দিয়ে ঢুকলেই হাতের বায়ে দেখা যাবে জাদুঘরটি। সামনের দিকে অফিস এবং চা বিক্রয় কেন্দ্র। পিছনের দিকে জাদুঘর। প্রথম রুমে একটি টেবিল এবং চেয়ার, যা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান চা বোর্ডের চেয়ারম্যান থাকাকালিন ব্যবহার করতেন। ওয়ালে সে সময়ের নানা সাদা-কালো ছবি।
পাশের রুমে ব্রিটিশ আমল থেকে শুরু করে বিভিন্ন সময়ের সংগ্রহ। যেমন – চা বাগানে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি, চা বাগানে প্রচলিত বিভিন্ন মূদ্রা ইত্যাদি। তবে আমার চোখ গেলো একটি পুরাতন রেডিও’র উপর। তোশিবা কোম্পানির। বিবরণে লেখা আছে চা বাগানের ব্যবস্থাপকের বাংলোয় ব্যবহৃত হতো। ২০০৯ সালে সংগ্রহ করা হয়েছে কোদালা চা বাগানের জন বিশ্বাস নামের জনৈক শ্রমিকের কাছে থেকে।
রেডিও দেখে মনে করেছিলাম এটি ব্রিটিশ আমলের কোন ভাল্ভ রেডিও সেট। বাসায় এসে নেটে খোঁজ নিয়ে জানা গেলো এটি ট্রানজিষ্টর রেডিও, তৈরীর সময় ১৯৭৫ সাল। যদিও ১৯৭৫ সালের পরে একটি প্রশ্নবোধক চিহ্ন দেয়া আছে।
ফেসবুক মন্তব্য