সরকার পতনের পর থেকেই লুটপাট / ডাকাতি হচ্ছে চারিদিকে। শুরুতে লুটপাট কেবল সরকারী স্থাপনা এবং আওয়ামী লীগ সংশ্লিষ্টদের বাসা-বাড়ীতে সীমাবদ্ধ ছিলো। এখন সেটা ছড়িয়ে পড়েছে বিভিন্ন এলাকায়। গত কয়েকদিন ডাকাতের ভয়ে নির্ঘুম রাত কাটিয়েছেন বিভিন্ন এলাকার মানুষ।
এক তো ডাকাত তারপর সংখ্যালঘুদের মারপিট / অত্যাচার এবং তাদের বাড়ী-ঘর লুটপাট এবং আগুন দেয়ার ঘটনাও ঘটেছে। তাদের উপাসনালয়ও বাদ যায় নাই। ২টা অপহরণের ঘটনাও সোশ্যাল মিডিয়াতে এসেছিলো, পরে অবশ্য জানা যায় সেগুলি অপহরণ ছিলো না। আর কোন এলাকায় ডাকাত ধরা পড়লে তাদের ছবি সহ পোষ্ট দিলে কেউ কেউ আবার সেগুলি আরেক এলাকার বলে চালিয়ে দিচ্ছে। ফরে সবাই কম-বেশী বিভ্রান্ত যেমন হচ্ছে, সেই সাথে গুজবও ছড়াচ্ছে অব্যাহত ভাবে।
অবস্থা কবে স্বাভাবিক হবে জানি না। ভাল থাকুন, নিরাপদে থাকুন।
ছবি ক্রেডিট : ফেসবুক
ফেসবুক মন্তব্য