বাংলায় একটা কথা আছে দূধের সাধ ঘোলে মিটানো। ডিআরএম ব্রডকাস্ট এর কথা শুনছি কিন্তু ডিআরএম রিসিভার একে তো সহজলভ্য না, তারপর বিদেশেও প্রচুর দাম। তো কি আর করা, দূধের সাধ ঘোলে মিটানো ছাড়া।
অনেকেই হয়তো জানেন, পৃথিবীর বিভিন্ন শহরে আরটিএল এসডিআর স্থাপন করে সেগুলো অনলাইনে শোনার ব্যবস্থা করা হয়েছে। আপনি পৃথিবীর যেখানেই থাকুন না কেন, ইন্টারনেট সংযোগ সহ একটা মোবাইল ফোন থাকলেই আপনি এইসব রেডিও টিউন করে অনুষ্ঠান শুনতে পারবেন। আমি মাঝে মধ্যে এই ভাবে রেডিও শুনি।
আপনারা অনেকেই হয়তো স্কাইওয়েভ শিডিউল এপ ব্যবহার করে থাকেন। এই এপ দিয়েও কিন্তু এসব রিমোটলি হোস্টেড আরটিএল এসডিআর শোনা যায়। প্রথমে আপনাকে এপ ওপেন করে সার্চ করে ষ্টেশন বের করতে হবে। যেমন আমি আমার লোকেশনে কোন নির্দিষ্ট সময়ে ইংরেজি তে কোন কোন রেডিও ষ্টেশন অনুষ্ঠান প্রচার করছে সেটি বের করার চেষ্টা করি (ছবি ১)। এরপর সার্চ রেজাল্ট থেকে যে কোন একটা রেডিও ষ্টেশন পছন্দ করি, যেমন এখানে বিবিসি (ছবি ২)। ষ্টেশনের নামে ক্লিক করলে নতুন আরেকটি পেজ আসবে যেখানে সেই ষ্টেশন সম্পর্কে তথ্য থাকবে (ছবি ৩)। ছবির উপরে একটা স্পিকার দেখবেন এখানে ক্লিক করলে নতুন আরেকটি পেজ আসবে। রিজিওন অনুসারে সেখান আরটিএল এসডিআর এর অবস্থান দেখাবে। আপনি যে কোন একটি পছন্দ করে প্লে বাটনে চাপ দিলে কিছুক্ষণের মধ্যেই (হয়তো) অনুষ্ঠান শুনতে পারবেন।
ফেসবুক মন্তব্য