আমার জন্ম ঢাকাতেই। আব্বার চাকরির কারণে কিছুদিন চট্টগ্রাম এবং ময়মনসিংহ ছিলাম। বাকি সময় এই ঢাকা শহরেই কেটে গেছে। বলতে গেলে কিশোর থেকে যুবক এরপর এখন প্রৌঢ় এই আমি জীবনের অধিকাংশ সময় পার করলাম এই ঢাকা শহরে। অথচ কেউ যদি জিজ্ঞেস করে ঢাকা শহরের কতটুকু চিনি, লজ্জাই পেতে হবে। এই শহরে এমন অনেক জায়গা আছে যেখানে কোনদিনই যাই নাই। তাই ভাবছি ঢাকা শহর এবার ঘুরে ঘুরে দেখবো। এর আগে শখের ফটোগ্রাফি গ্রুপের পক্ষ থেকে ঢাকা শহরের বেশ কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘুরে দেখার সৌভাগ্য হয়েছিলো। কিন্তু সেটাও শেষপর্যন্ত আর শেষ হয় নাই। এবার তাই নিজে নিজেই ঘুরবো ঠিক করেছি।
কোথায় ঘুরবো !?! আপাতত ঢাকা শহরের বিভিন্ন ধরণের স্থাপনা নিয়ে কিছু তথ্য সংগ্রহ করবো, তারপর বেড়িয়ে পড়বো সরেজমিনে দেখতে। শুরু করতে চাই জাদুঘর দিয়ে। বেশ কিছু জাদুঘর ঘুরে দেখেছি। আবার নতুন কিছু জাদুঘর এখনও দেখাই হয় নাই। চলুন শুরুতেই একটা তালিকা করি।
০১. বাংলাদেশ জাতীয় জাদুঘর
০২. বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর
০৩. আহসান মঞ্জিল জাদুঘর
০৪. বাংলাদেশ ডাক জাদুঘর
০৫. মুক্তিযুদ্ধ জাদুঘর
০৬. স্বাধীনতা জাদুঘর
০৭. বঙ্গবন্ধু সামরিক জাদুঘর
০৮. বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর
০৯. বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর
১০. ঢাকা নগর জাদুঘর
১১. বাংলাদেশ ব্যাংক টাকা জাদুঘর
১২. জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর
১৩. লালবাগ কেল্লা জাদুঘর
এই সব জাদুঘরের বাইরে আরো কিছু স্থাপনা / জাদুঘর আছে যেগুলো পরিদর্শন করা যেতে পারে
০১. ভাষা শহীদ আবুল বরকত স্মৃতি যাদুঘর ও পাঠাগার
০২. ভাষা আন্দোলন জাদুঘর
০৩. এশিয়াটিক সোসাইটি হেরিটেজ মিউজিয়াম
০৪. জাহানারা ইমাম জাদুঘর
০৫. শিল্পকলা একাডেমি
০৬. জল্লাদখানা বধ্যভুমি
০৭. তোষাখানা
চলুন ঘুরে আসি এক এক করে।
ফেসবুক মন্তব্য