আজ (জানুয়ারী ১৩, ২০২৪) কেবল দিকভ্রান্ত হচ্ছি। সকালে মেট্রো ষ্টেশনে গিয়ে মতিঝিলের ট্রেন ধরতে গিয়ে উঠছি গিয়ে ভুল প্ল্যাটফর্মে। মানে যেটাতে মতিঝিল থেকে ট্টেন এসে থামে। নিচে নেমে এমআরটির একজন ষ্টাফের সাহায্যে পাশের প্ল্যাটফর্মে গেলাম কোন ঝামেলা ছাড়াই।
ফেরার পথে শাহবাগে নামবো বিএসএমএমইউ এর সাইডে, নামতে গিয়ে দেখি ডায়বেটিক হাসপাতালের সাইডে চলে আসছি।
এরপর কারওয়ান বাজার ষ্টেশনে পৌছে দেখি ১২:২০ বাজে। গার্ড পাস আছে শুনে বললো দৌড়ে যান। আমি প্ল্যাটফর্মে পৌছালাম আর ট্রেনের দরজা বন্ধ হলো। কি আর করা। আবার কার্ড দিয়ে বের হলাম। ৫ মিনিটের মধ্যে বের হয়েছি বলে টাকা কাটে নাই।
তবে যে যে কাজ নিয়ে বের হয়েছিলাম সব শেষ করে ২:৩০ এর মধ্যে বাসায় পৌছেছি। ট্রেন মিস না হলে হয়তো ১টার মধ্যেই ফেরত আসতে পারতাম।
ফেসবুক মন্তব্য