আশি’র দশকে জনপ্রিয় টিভি সিরিজ ছিলো ‘The A Team’। বিটিভি’তেও নিয়মিত প্রচার হতো। মনে আছে অনেকেই সে সময় বিএ বারাকাস চরিত্রে রূপদানকারী মিঃ টি এর মতো করে চুলের ষ্টাইল করেছিলো।
সেসময় আমারো বেশ পছন্দের সিরিজ ছিলো। অনেক বছর পর আবারো ৪ বছরের প্রায় সবগুলো এপিসোড দেখার সূযোগ হলো। ৫ম বছরের আরো কিছু এপিসোড ছিলো, কিন্তু সেগুলো আর পেলাম না।
বড়বেলায় বেশ কিছু মজার বিষয় চোখে পড়লো যা ছোটবেলায় আদৌ চোখে পড়ে নাই বলেই মনে হচ্ছে। যেমন হাজার হাজার রাউন্ড গোলাগুলি হয়, কিন্তু কেউ আহত বা নিহত হয় না। আলাদা দুটি এপিসোডে মারডক এবং বিএ অবশ্য আহত হয়েছিলো গুলিতে। আরেকটা ব্যাপার হলো তারা স্বল্প সময়েই হাতের কাছে থাকা জিনিসপত্র দিয়ে প্রয়োজনীয় এক্সেসরিজ তৈরী বা গাড়ীর মডিফিকেশন তৈরী করে ফেলে। যেমন এক এপিসোডে দেখা গেলো ময়দা, চিনি, ডিমের সাথে বারুদ মিশিয়ে ওভেনে বেক করে ক্যানন বল তৈরী করেছে। আবার সেগুলো কামান দিয়ে ছুড়ে প্রতিপক্ষের গাড়ী ধ্বংসও করে ফেলেছে।
তারপরও ৯০+ এপিসোড দেখতে কিন্তু খারাপ লাগে নাই। কিছু সময়ের জন্য হলেও নিজের ছোটবেলায় ঘুরে আসতে পেরেছি।
ছবি : ইন্টারনেট / উইকিপিডিয়া
ফেসবুক মন্তব্য