আমার যতদুর মনে পড়ে, স্কুলে ভর্তি হওয়ার পর থেকেই বানান করে পত্রিকা পড়া শুরু করেছিলাম। ১৯৭২ সালে পড়তাম ক্লাস টু’তে। বাসায় রাখা হতো দৈনিক পূর্বদেশ পত্রিকা। কি পড়তাম, সেসব হয়তো বুঝতাম না, কিন্তু পড়তাম। পড়তে পড়তে এমন অবস্থা হলো যে বিজ্ঞাপন থেকে শুরু করে শেষে প্রিন্টার্স লাইন পর্যন্ত পড়ে ফেলতাম। পূর্বদেশ এর পর ইত্তেফাক। আব্বা মাঝে মধ্যে নবারন আর কি যেন একটা শিশুতোষ ম্যাগাজিন নিয়ে আসতো। সবই ধীরে ধীরে পড়া শুরু করলাম। আম্মা বেগম এর ঈদ সংখ্যা রাখতো, সেটাও সারা বছর ধরে পড়া হতো।
বড় কাক্কার বাসায় রাখা হতো বিচিত্রা। বেড়াতে গেলে সেগুলো ছিলো অবশ্য পাঠ্য। পুরাতন বিচিত্রা এক সাথে বাঁধাই করে বেশ কয়েক খন্ড ছিলো, সেগুলো ছিলো সোনার খনি। কিন্তু তারা ধানমন্ডিতে নিজেদের বাসায় যাওয়ার পর সেগুলো আর দেখি নাই।
পত্রিকা পড়ার অভ্যাস এখনও আছে। বেশীর ভাগ সময় অনলাইনে একাধিক পত্রিকা পড়ি। তবে আগের মতো গোগ্রাসে সব পড়ার অভ্যাস আর নাই।
ফেসবুক মন্তব্য