সেদিন গিয়েছিলাম ধানমন্ডি। যাওয়ার সময় জসিম উদ্দিন (উত্তরা) টু ফার্মগেট পর্যন্ত গেলাম বিআরটিসি বাসে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে। ফেরার পথেও তাই। এর আগে অবশ্য প্রাইভেট কারে বেশ কয়েকবারই এই পথে আসা যাওয়া হয়েছে, তবে রাতের বেলা। এবার একদম সকালে ঢাকা শহর দেখতে দেখতে গেলাম। এ যেন নতুন করে ঢাকা শহর পরিভ্রমন। যারা এখনও এই এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে যাতায়াত করেন নাই তাদের বলবো সময় করে একদিন বিআরটিসির দোতলা বাসের দোতালায় বসে ঘুরে আসুন। ভাড়া জনপ্রতি ৪০ টাকা করে।
ফেরার সময় বিজয় সরণী টু এয়ারপোর্ট পর্যন্ত মোবাইলে ভিডিও করেছিলাম। কিন্তু এমনই ঝাঁকাঝাঁকি হয়েছে যে কোন সফটওয়্যার / এপ দিয়েও ভিডিও ষ্ট্যাবল করা গেলো না। কি আর করা।
ফেসবুক মন্তব্য