বাসায় কিছু গল্পের বই ছিলো। বই গুলো নিউজপ্রিন্টে ছাপা। আমরা বাসে / ট্রেনে কোথাও গেলে আম্মা হকারদের কাছ থেকে কিনতো। সেরকম প্রায় গোটা ১৫ বই শেলফে ছিলো। পত্রিকা / ম্যাগাজিন পড়ার পর এই বইগুলো দিয়েই আমার গল্পের বই পড়া শুরু।
বইগুলোর মধ্যে ছিলো মাসুদ রানা, কিরীটি রায় সহ আশুতোষ, ফাল্গুনি সহ আরো কয়েকজনের গল্প / উপন্যাস। তখন পড়ি মনে হয় ক্লাস ফাইভে। মাসুদ রানার ধ্বংস পাহাড় হাতে নিয়ে পড়ছিলাম। আম্মা হঠাৎ এসে বইটা আমার হাত থেকে নিয়ে বললো এই বই পড়ার বয়স তোমার হয় নাই। বড় হয়ে পড়বা।
আমার তো মাথাতেই ঢুকলো না যে বই পড়তে আবার বয়স লাগে কেন। মাথার মধ্যে কেবল কিলবিল করতেছে কি এমন বিষয়। এদিকে আম্মা যে বই নিয়ে কোথায় রাখছে সেটা আর খূজে পাই না। শেলফে সব বইই আছে, কেবল মাসুদ রানার যে কয়টা বই ছিলো সব উধাও।
একদিন দূপুর বেলা দেখি আম্মা শুয়ে শুয়ে মাসুদ রানা পড়তেছে। আমিও তক্কে তক্কে থাকলাম পড়ার পরে বই কোথায় রাখে দেখার জন্য। কিছুক্ষণ পর আম্মা যেন কোথায় গিয়েছে, আমি যথারীতি রুমে ঢুকে খোঁজ করলাম বই এর। চোখে দেখা যায় এমন কোথাও নাই। কি মনে করে তোষকের এক কোনা তুলতেই দেখি সব কয়টা মাসুদ রানা সেখানে। আমাকে আর পায় কে।
ছুটির দিনে আম্মা যখন রান্নাঘরে আমি তখন মাসুদ রানা স্কুলের বই এর নিচে রেখে পড়তাম। আম্মা রান্না শেষ করে গোসলে ঢুকলে আমি বই আবার তোষকের নিচে রেখে আসতাম। এই ভাবে সব কয়টা মাসুদ রানা শেষ করেছিলাম। পরে ক্লাস এইটে উঠার পর আর কোন রেষ্ট্রিকশন ছিলো না। তবে স্কুল / কলেজের বই এর নিচে গল্পের বই রেখে পড়ার অভ্যাস আরো কয়েক বছর চালু ছিলো। একবার পরীক্ষার সময় এরকম ভাবে গল্পের বই পড়তে গিয়ে ধরা পড়ে কানমলাও জুটেছিলো।
আগেকার দিনগুলো কি চমৎকার ছিলো। বুক ধুকপুক করতো, আবার মজাও লাগতো।
ফেসবুক মন্তব্য