কয়েকদিন ধরে টিকটক / বিভিন্ন রিলস এ নেটফ্লিক্স এর বিকল্প হিসেবে Donkey নামের এক ফ্রি ষ্ট্রিমিং সাইটের নাম শুনছিলাম। গুগল এপ ষ্টোরে খোঁজ পাওয়া গেলো না। তবে ব্রাউজারে সার্চ দিতেই এই নামে একটি সাইটের খোঁজ পাওয়া গেলো।
সাইট ওপেন হওয়ার পর কিছু মুভির নাম দেখে ভালই লাগছিলো। এরপর থেকেই শুরু হলো যন্ত্রণা। যেখানেই ক্লিক করি নানা রকম সাইট ওপেন হতে থাকে নতুন উইন্ডোতে। শেষে ত্যাক্ত-বিরক্ত হয়ে সাইটের উইন্ডোই বন্ধ করে দিলাম।
দ্যাখলাম না তোর মুভি !!!
তবে ঘটনা হলো শুরুর দিকে বার বার উইন্ডো খুললেও ষ্ট্রিমিং শুরুর পর ঠিকমতোই দেখা যায়। কেবল মনে রাখতে হবে কোন জায়গায় ক্লিক করলে উইন্ডো খুলবে, এরপর দ্রুত আগের উইন্ডোতে আরেকবার ক্লিক করতে হবে।তাহলেই কাজ হবে।
ফেসবুক মন্তব্য