আপাতত ফ্লিকারেই ছবি / ফটো আপলোড করছি। যদিও আগে আরো কিছু সাইটে করতাম। পরে দেখা গেলো এতো এতো সাইট মেইনটেইন করা আসলে ঝামেলার ব্যাপার। এক ফেসবুকই দিনের অনেকটা সময় নষ্ট করে ফেলে। এ যেন ‘জেনে শুনে বিষ করেছি পান’ টাইপ অবস্থা।
ইদানিং ফ্লিকারে ছবি আপলোড করার পাশাপাশি বিভিন্ন জনের ফটোষ্ট্রিম অনুসরণ করছি। সেই সাথে নিয়মিত এক্সপ্লোর এ ঢু মারি। প্রচুর ছবি দেখা হয়। এক্সপ্লোর এ অবশ্য ইদানিং পাখির ছবি প্রচুর। নিজে প্রথমত চোখের সমস্যার কারণে এবং দ্বিতীয়ত বার্ড ফটোগ্রাফির উপযোগী লেন্সের অভাবে খূব একটা বার্ড ফটোগ্রাফি করি না। আমার এই চোখ দিয়ে গাছের ডালে বা অন্য কোথাও বসে থাকা পাখি চট করে ষ্পট করা বেশ কঠিন। যে কয়টি পাখির ছবি তুলেছি সেগুলো নিতান্তই খূব কাছে বসা ছিলো বলে তুলতে পেরেছিলাম।
আজকের ফ্লিকার একাউন্ট Vladimir Machek এর। তার বিশেষত্ব এষ্ট্রো ফটোগ্রাফি। আমার নিজের এষ্ট্রোফটোগ্রাফি করার মতো ইকুইপমেন্ট, সময় এবং ধৈর্য্য নাই। তবে এসব ছবি দেখতে দারুণ লাগে। তার ফটোষ্ট্রিমে অবশ্য খূব বেশী ছবি নেই। তার মধ্যে এই ছবিটি আমার বেশ পছন্দের
তিনি অবশ্য বলছেন এই ছবিটি তিনি সাধারণ ক্যামেরা এবং লেন্স দিয়েই তুলেছেন। আপনিও চেষ্টা করে দেখতে পারেন।
আজকের দ্বিতীয় ফটোষ্ট্রিম হলো davie ch এর। তিনি বার্ড ফটোগ্রাফার। তার ষ্ট্রিমের ছবিগুলো দেখলে মনে হয় পাখি গুলো এসে রীতিমতো পোজ দিয়েছে তার সামনে। তার এই ছবিটি আমার কাছে বেশ পছন্দ হয়েছে।
সব শেষে আপনাদের কে জানাবো একটি ফেসবুক গ্রুপের কথা, যেখানে চমৎকার সব ছবি দেখতে পারেন। Art of Still Life নামের এই গ্রুপটিতে নানান জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে তারপর ছবি তুলে উপস্থাপন করা হয়। লাইটের অসাধারণ ব্যবহারের কারণেই ছবিগুলি অসাধারণ হয়ে উঠে। আজই পোষ্ট করা এই ছবিটি আমার খূব ভাল লেগেছে।
আজ এ পর্যন্তই। আপনারাও কমেন্টে জানাতে পারেন আপনাদের পছন্দের ফ্লিকার একাউন্ট বা ফেসবুক গ্রুপের কথা।
ভাল থাকবেন।
ফেসবুক মন্তব্য