আপাতত ফ্লিকারেই ছবি / ফটো আপলোড করছি। যদিও আগে আরো কিছু সাইটে করতাম। পরে দেখা গেলো এতো এতো সাইট মেইনটেইন করা আসলে ঝামেলার ব্যাপার। এক ফেসবুকই দিনের অনেকটা সময় নষ্ট করে ফেলে। এ যেন ‘জেনে শুনে বিষ করেছি পান’ টাইপ অবস্থা।
ইদানিং ফ্লিকারে ছবি আপলোড করার পাশাপাশি বিভিন্ন জনের ফটোষ্ট্রিম অনুসরণ করছি। সেই সাথে নিয়মিত এক্সপ্লোর এ ঢু মারি। প্রচুর ছবি দেখা হয়। এক্সপ্লোর এ অবশ্য ইদানিং পাখির ছবি প্রচুর। নিজে প্রথমত চোখের সমস্যার কারণে এবং দ্বিতীয়ত বার্ড ফটোগ্রাফির উপযোগী লেন্সের অভাবে খূব একটা বার্ড ফটোগ্রাফি করি না। আমার এই চোখ দিয়ে গাছের ডালে বা অন্য কোথাও বসে থাকা পাখি চট করে ষ্পট করা বেশ কঠিন। যে কয়টি পাখির ছবি তুলেছি সেগুলো নিতান্তই খূব কাছে বসা ছিলো বলে তুলতে পেরেছিলাম।
আজকের ফ্লিকার ফটোষ্ট্রিম Eleni, যে বাস করে নেদারল্যান্ডস এ। তার বেশীরভাগ ছবি ষ্টিল লাইফ। বাসায় আছে এমন সব সহজলভ্য জিনিসের ছবি সে ম্যাক্রো লেন্স দিয়ে তুলে থাকে। ম্যাক্রো ছবি না, একধরণের ষ্টেজড ছবি – দেখলে একধরণের ড্রিমি লুক মনে হয়। এই ছবিটি দেখেন। সাধারণ রঙ্গিন কাগজ, যা সাধারণত ছোট নোটস রাখার জন্য ব্যবহার করে। ব্যাকগ্রাউন্ড সবুজ, আবার উপরের কাগজটিও সবুজ। মাঝে রঙ্গিন কাগজগুলো ফুটে উঠেছে।
কিংবা কাগজের নৌকা, বালির উপর বসানো
কিংবা সাদা ব্যাকগ্রাউন্ডে কাঁটা চামচ বিদ্ধ এই টমেটো
পুরো ফটোষ্ট্রিমটি দেখতে চাইলে ঘুরে আসতে পারেন এই লিংক থেকে
ভাল থাকুন। আনন্দে থাকুন।
ফেসবুক মন্তব্য