ঘুরতে বের হবো, অনেকদিন ধরেই ভাবছি। আপাতত দেশের মধ্যে এখানে সেখানে যাওয়ার ইচ্ছা। তারপর দেশের বাইরে। পাসপোর্ট হয়ে গেছে। আপাতত বিভিন্ন সাইট থেকে তথ্য সংগ্রহ করছি। অনলাইন থেকে নানা তথ্য খূঁজে বের করছি। এখানে কোলকাতা যাওয়ার বিভিন্ন বাহনের কথা উল্লেখ্য করলাম । আমার তো বটেই, আশা করি আপনাদেরও কাজে লাগবে।
ঢাকা – কোলকাতা ট্রেন
ঢাকা টু কোলকাতা ট্রেনের টিকেট কাটতে হয় ঢাকার কমলাপুর ষ্টেশন থেকে। এখন অনলাইনে কাটা যায় কিনা চেক করি নাই। আর ট্রেন ছাড়ে ৮:১৫ এ ঢাকার ক্যান্টনমেন্ট ষ্টেশন থেকে।
ঢাকা ক্যান্টনমেন্ট ষ্টেশন ছাড়বে সকাল ৮:১৫
কোলকাতা পৌছাবে বিকাল ১৬:০০
ঢাকা থেকে ছাড়ে শুক্রবার (৩১০৭), শনিবার (৩১১০), রবিবার (৩১০৭), বুধবার (৩১১০)
কোলকাতা থেকে ছাড়ে শনিবার (৩১০৮), সোমবার (৩১০৮), মঙ্গলবার (৩১০৯), শুক্রবার (৩১০৯)
এসি কেবিন (প্রতি সিট) : ৩০ ডলার / ভাড়া (২৫২২ টাকা + ৩৭৮ টাকা ভ্যাট + ৫০০ টাকা ট্রাভেল ট্যাক্স) = ৩৪০০ টাকা
এসি চেয়ার : ২০ ডলার / ভাড়া (১৭৪৮ টাকা + ২৫২ টাকা ভ্যাট + ৫০০ টাকা ট্রাভেল ট্যাক্স) = ২৫০০ টাকা
কমলাপুর রেলওয়ে ষ্টেশনে সকাল ৯ থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টিকেট দেয়া হয়। সর্বোচ্চ ৩০ দিন আগে টিকেট করতে পারবেন।
৩০ কেজি পর্যন্ত মালামাল ফ্রি নিতে পারবেন।
Photo By Binodkumars, CC BY-SA 3.0
ফেসবুক মন্তব্য