এর আগের কিছু পোষ্টে ঢাকা শহরের ঐতিহাসিক স্থান এবং জনপ্রিয় খাবারের দোকান / রেস্তোরার তালিকা দিয়েছিলাম। সাথে ছিলো ঢাকা শহরের কিছু জাদুঘরের তালিকা। আজ পুরান ঢাকার কিছু জায়গার তালিকা দিলাম যেগুলো একদিনেই ঘুরে আসা যায়। এই জায়গা গুলি মূলত সদরঘাট এলাকার আশে পাশে। তবে কিছু জায়গা আছে এই অঞ্চলের বাইরে। সদরঘাট যাওয়ার পথে যেতে পারেন অথবা ফেরার পথে।
চলুন শুরু করা যাক….
০১. বলধা গার্ডেন
০২. বিনত বিবি’র মসজিদ (ঢাকার সবচেয়ে পুরাতন মসজিদ)
০৩. ঋষিকেশ দাস প্যালেস / রোজ গার্ডেন
০৪. রেবতী মোহন লজ (সুত্রাপুর, আর এম দাস রোড)
০৫. বড় বাড়ী (৪৫, বিকে দাস রোড, ফরাশগঞ্জ)
০৬. ফ্রেঞ্চ রোড (বংশাল)
০৭. ভাওয়াল জমিদারীর ধ্বংসাবশেষ
০৮. বাকল্যান্ড বাঁধ
০৯. সদরঘাট
১০. রূপলাল হাউজ (শ্যামবাজার)
১১. কালী মন্দির
১২. লাল কুঠি হাউজ
১৩. বিউটি বোর্ডিং
১৪. ভিক্টোরিয়া পার্ক
১৫. শাঁখারি বাজার
১৬. বুড়িগঙ্গার তীর
১৭. আর্মেনিয়ান চার্চ
১৮. তারা মসজিদ
১৯. নবাব বাড়ি
ভাবতেছি নিজেই একদিন বের হয়ে পড়বো ক্যামেরা নিয়ে। সাথে তালিকায় আর কিছু যোগ / বিয়োগ করা যায় কিনা ভাবতেছি। সাথে আলাদা করে প্রতিটি জায়গার বর্ণনা আর ছবি।
Photo Credit : Dhaka Vectors by Vecteezy
ফেসবুক মন্তব্য