ফটোগ্রাফি শেখার জন্য কিছু পড়াশোনা করা দরকার। দেশে বাংলা ভাষায় বই এর সংখ্যা খূবই অপ্রতুল। তবে নেটে সার্চ দিলে বেশ কিছু ইবুকের সন্ধান পাওয়া যায়। এর মধ্যে কিছু আছে একদমই ফ্রি। আজ সেরকমই কিছু ফ্রি ইবুকের সন্ধান দিচ্ছি।
১. National Geographic’s Ultimate Field Guide to Photography – যারা নতুন ক্যামেরা কিনেছেন তাদের জন্য এই ইবুক খূবই কাজের। ক্যামেরা, লেন্স থেকে শুরু করে ক্যামেরা পরিচালনা, এক্সপোজার, কম্পোজিশন সবকিছুই সহজ-সরল ভাষায় বর্ণনা করা হয়েছে।
২. 31 Days to Overcome Your Fear of Shooting Street Photography – বইটি ষ্ট্রিট ফটোগ্রাফারদের জন্য লেখা হলেও সবারই কাজে লাগবে।
৩. Good Photos in Bad Light – চমৎকার একটি ইবুক। ফটোগ্রাফির মূল বিষয় হলো আলো। ছবি তুলতে গেলে যে সবসময়ই ভালো আলো পাবেন তা নয়। খারাপ আলোতে কিভাবে ভাল ছবি তোলা যায় তার কিছু সমাধান পাবেন এই বইতে।
৪. My Five Easy Steps to Shoot in Manual – নতুন ফটোগ্রাফার বা যারা নতুন ডিএসএলআর ক্যামেরা কিনেছেন, তাদের জন্য অবশ্য পাঠা এই বই। খুব সাধারণ সাবলিল ভাষায় ম্যানুয়ালি ফটো তোলার বিভিন্ন বিষয়গুলি ব্যাখ্যা করা হয়েছে।
৫. Lighting 101 – ফ্ল্যাশ ফটোগ্রাফি’র ব্যাপারে যারা আগ্রহী তারা এই ইবুক ডাউনলোড করতে পারেন। ফ্ল্যাশ / ষ্ট্রোব এবং অন্যান্য গিয়ার / একসেসরিজ সহ ফ্ল্যাশ ফটোগ্রাফির বিভিন্ন বিষয় আলোচনা করা হয়েছে।
আজ এপর্যন্তই। আরো কিছু ফ্রি ইবুকের সন্ধান দিবো অন্য কোন দিন।
হ্যাপি ক্লিকিং
Image by Perfecto_Capucine on Pixabay
ফেসবুক মন্তব্য