বিআরটি লাইন ৩ এর কল্যানে উত্তরা’র মূল রাস্তার অনেক কিছু পরিবর্তন / পরিবর্ধন করা হচ্ছে। এর মধ্যে ড্রেন আর ফুটপাত অন্যতম। অনেক জায়গায় ফুটপাত অনেক প্রশস্ত করা হয়েছে। কিন্তু হলে কি হবে। সেগুলোও দখল হয়ে যাচ্ছে। বিজিবি মার্কেটের সামনের ফুটপাত মার্কেটের দোকানীদের দখলে। তারা নানারকম ভাঙ্গাড়ী মালামাল, ময়লা আবর্জনা দিয়ে ভরে ফেলছে। সেই সাথে চলছে অটোপার্টস ব্যবসায়ীদের গাড়ী মেরামতের কাজ। আর ভাসমান হকার তো আছেই। একদম নর্থ টাওয়ার পর্যন্ত একই দৃশ্য।
মাঝে কিছুদিন দেখেছিলাম হকারদের ভ্যান ভিতরের বড় রাস্তা থেকে সরিয়ে সাইড রোড গুলিতে নিয়ে যেতে। এখন সাইড রোড গুলিতে তারা আছে, সেই সাথে বড় রাস্তায় অনেকে আছে। মানে নতুন অনেক হকারের আমদানী হয়েছে।
এসব দেখে মনে হয় আমাদের আসলে উন্নয়নের দরকার নাই।
ফেসবুক মন্তব্য