অবশেষে অনলাইন ষ্ট্রিমিং সার্ভিসে দেখে ফেললাম ফেলুদা ফেরত। ছোটবেলায় সত্যজিত রায়ের লেখা ফেলুদা সিরিজের কিছু বই পড়েছিলাম বটে, তবে ছায়াচবি দেখি নাই। ছায়াছবি দেখা শুরু মাত্র কয়েকমাস আগে, ইউটিউবে। সত্যজিত রায়ের পরিচালনা করা মনে হয় দুটি ছায়াছবি দেখেছি, বাকি গুলি ছিলো তার ছেলের পরিচালনা করা। আর এবার দেখলাম সৃজিত মূখার্জির পরিচালনায় ওয়েব সিরিজ। আমি ঠিক সেই অর্থে চলচ্চিত্র বোদ্ধা নই, তাই কোন তুলনামূলক সমালোচনা করছি না। এই সিরিজটি নির্মান করা হয়েছে ছিন্নমন্তার অভিশাপ অবলম্বনে।
আমাকে যদি প্রশ্ন করা হয় এই সিরিজে ফেলুদা (টোটা রায় চৌধূরী), জটায়ু (অনির্বান চক্রবর্তী) আর তোপসের (কল্পন) মধ্যে কাকে বেশী ভাল লেগেছে আমি বলবো জটায়ু’কে। বাকি দূ’জনও বেশ ভাল অভিনয় করেছেন। সেই সাথে ভাল লেগেছে মহেশ চৌধূরী (ধৃতিমান চট্টোপাধ্যায়) অভিনয়।
কোন বিষয়টি খারাপ লেগেছে ? তেমন কিছু বলতে পারছি না আপাতত।
এটি দেখতে পারবেন আড্ডাটাইমস এ। তবে আমি দেখেছি ওয়ানফ্লিক্স এ। আপনিও দেখতে পারেন।
ফেসবুক মন্তব্য