আগের তুলনায় বই কেনা অনেক কমিয়ে ফেলেছি। গত বছর তেমন কোন বই কিনি নাই বই মেলার পর। মাঝে আবার করোনার জন্য অনেক কিছুই বন্ধ ছিলো। আমার বই না কেনার পিছনে কারণ বই উপর বিরাগ নয়। প্রথমত এর মধ্যে বেশ কিছু বই জমে গেছে যেগুলো পড়া হয়নি। দ্বিতীয়ত বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রামমান লাইব্রেরী থেকেও টুকটাক বই নিয়ে আসছি। আর তৃতীয়ত হলো বই রাখার স্থানাভাব।
য়াই হোক। এবার তেমনভাবে বই মেলা হয়নি। তাই আগেই ঠিক করে রেখেছিলাম অল্প কিছু বই কিনবো অনলাইনে। আমার এবারের কেনা বই এর তালিকা
০১. নন্টে ফন্টে সমগ্র – নারায়ন দেবনাথ
০২. গুপ্তসংঘ – নিক হার্ডিং / অনুবাদ হাসান তানভীর
০৩. মিশন তিম্বক্তু – ডেল এইচ খান
০৩. ঘরে বসে Spoken English – মুনজেরিন শহিদ
০৪. আমার দেখা ব্যর্থ সেনা অভ্যুত্থান ‘৯৬ – মেজর জেনারেল (অবঃ) এম এ মতিন
০৫. কুমির চাষির ডায়েরি – মুশতাক আহমেদ
০৬. নির্বাচিত ১০০ আলোকচিত্র – মুম রহমান
০৭. বাংলাদেশে মিলিটারি ক্যু : সিআইএ লিংক – বিজেড খসরু / অনুবাদ সিরাজ উদ্দিন সাথী
এখন পর্যন্ত অবশ্য কোন বই এ পড়া শুরু করি নাই। আপাতত আগে কেনা বইগুলো পড়ছি।
আজ এই পর্যন্তই। ভাল থাকবেন।
ফেসবুক মন্তব্য