বিশেষ ধরনের এন্টেনা ব্যবহার করে অনেকেই দূর দেশের কম পাওয়ার এর মিডিয়াম ওয়েভ ষ্টেশন ধরতে পারেন এটা নেটেই দেখেছি। আমার কাছে সেই বিশেষ ধরনের এন্টেনাও নেই, তাই দূর দেশ তো দূরের কথা নিজের দেশের কম পাওয়ার এর ষ্টেশন গুলো ধরতে পারবো সে আশাও করি নাই।
কিন্তু কয়েকদিন আগে এই গ্রুপেরই একজনের সাথে আলাপচারিতায় মনে হলো চেষ্টা করা যেতে পারে। গত কয়েকদিন ধরে নিরলস চেষ্টার পরও ভাগ্যে শিকে ছিড়ছিলো না। আজ হঠাৎ করেই লোডশেডিং শুরু হওয়ার পর মনে হলো এই মোক্ষম সময়। ১৪৩১ কিলোহার্টজ এ বাংলাদেশ বেতার বান্দরবন অনুষ্ঠান প্রচার করে। ট্রান্সমিটার পাওয়ার ১০ কিলোওয়াট। শুরুতে কথা কিছুই বুঝা যাচ্ছিলো না, সাথে প্রচন্ড নয়েজ। তারপর সন্ধ্যা ৬টা (বাংলাদেশ সময়) কিছুক্ষণ আগে রিসেপশন কিছুটা ভাল হলো। গান হচ্ছিলো একটা, সেটাই মিনিট খানেক রেকর্ড করলাম। ষ্টেশন আইডি রেকর্ড করতে পারলে ভাল হতো। কিন্তু তার আগেই ইলেক্ট্রিসিটি চলে আসায় আর কিছু শোনা গেলো না।
রেডিও : টেকসান পিএল ৯৯০
এন্টেনা : বিল্ট-ইন ফেরাইট রড
লোকেশন : ঢাকা, বাংলাদেশ
হ্যাপি ডিএক্সইং
ফেসবুক মন্তব্য