প্রথমবারের মতো শুরু হয়েছে আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা ‘‘বাংলার প্রেমে উইকি ২০২৪’’ (Wiki Loves Bangla)। আলোকচিত্রের মাধ্যমে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরার চেষ্টা থেকেই প্রতিবছর এই আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। প্রতিযোগিতাটি ১৫ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এবাবের বিষয় ‘বাংলার রন্ধনশৈলী’।
প্রতিযোগিতায় ১ম স্থান অর্জনকারীকে ৩৫ হাজার টাকার সমমূল্যের পুরস্কার, ২য় স্থান অর্জনকারীকে ২৫ হাজার টাকার সমমূল্যের পুরস্কার এবং ৩য় স্থান অর্জনকারীকে ১৫ হাজার টাকার সমমূল্যের পুরস্কার প্রদান করা হবে। এ ছাড়াও শীর্ষ ১০ জন বিজয়ী ও সর্বোচ্চ ছবি আপলোডকারি ১ জনের জন্য রয়েছে সনদপত্র এবং উপহার।
‘বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ কার্যক্রমের’ অংশ হিসেবে প্রতিযোগিতাটি আয়োজন করছে বাংলা উইকিমৈত্রী। প্রতিবছর বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের উপর দৃষ্টি নিবদ্ধ করে এমন ভিন্ন-ভিন্ন বিষয়ের ওপর এই আলোকচিত্র প্রতিযোগিতা আয়োজিত হবে। প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত: https://w.wiki/8eop
বাংলা উইকিমৈত্রী ২০২৩ সালে উইকিমিডিয়া বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দলের যৌথ উদ্যোগে এই উইকিমিডিয়া হাব প্রতিষ্ঠা করা হয়। বাংলা ভাষা ও তার সকল উপভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে ডিজিটাল মাধ্যেম সমৃদ্ধ করার লক্ষ্যে সহযোগিতামূলক কর্মসূচি চালানোই এই হাবের মূল উদ্দেশ্য।
আয়োজক দলের পক্ষ থেকে সবাইকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি এই প্রতিযোগিতার ফলে উইকিপিডিয়াসহ অন্যান্য প্রকল্পে বাংলার খাবারের ছবি যে অপ্রতুলতা দুর হবে।
লেখা ও ছবি : বাংলা উইকিপিডিয়া
ফেসবুক মন্তব্য