বাজার-সদাই এ ইদানিং সবারই খরচ বেড়েছে। সেই সাথে অন্যান্য খরচও বেড়েছে। অনেকেই বড় বাসা ছেড়ে ছোট বাসা ভাড়া নিচ্ছেন এই বাড়তি খরচ সমন্বয় করার জন্য।
প্রতিদিন হাটতে বের হলে একটু চোখ-কান খোলা রেখে হাটার চেষ্টা করি। এই যেমন উত্তরা ১২ নাম্বার সেক্টরের শাহ মখদুম এভিনিউ এ এলে চোখ যায় খাবার দোকান গুলোর দিকে। ২টা খালি প্লটে ছোট ছোট ফুড কার্ট দিয়ে সাজানো হয়েছে। সাথে চেয়ার টেবিল। মানে খোলামেলা ফুড কোর্ট আর কি। বিকেল থেকেই দেখা যায় লোকজন খেতে আসছে। সন্ধ্যা নামলে ভীড় আরো বাড়ে। চারিদিকে ঝলমলে আলো।
ফুড কোর্ট ছাড়াও কিছু ফাষ্টফুড আর রেস্তোরাও আছে। আবার ১১ নাম্বার, ৭ নাম্বার লেক পারে ছোট ছোট ভ্যানে করে ফাষ্টফুড বিক্রি হয়, বিক্রি হয় চটপটি আর ফুসকা। জামা-কাপড়ের ভ্যান আর ফলের ভ্যানের তো কমতি নাই।
হাটতে হাটতে দেখি আর ভাবি এই বাড়তি বাজারে বাড়তি খরচ করার লোকেরও আসলে অভাব নাই।
ফেসবুক মন্তব্য