কয়েকদিন আগে ফেসবুকেই একজনের ভিডিও’তে বাল্কহেডের সাইজ দেখে অবাক হয়েছিলাম। বি-শা-ল বড় লাগছিলো। আমি যতবার দেখেছি প্রতিবারই মনে হয়েছে এগুলো কোনরকমে ভেসে ভেসে যাচ্ছে। ঘটনা হলো বাল্কহেডগুলো বালি / মাটি পরিবহন করে। তাই পুরো ভর্তি করে নিলে খূব কম অংশই পানির উপরে থাকে। আর খালি যখন যায়, বেশীর ভাগটাই পানির উপরে থাকে। এই খালি বাল্কহেড আগে কখনও দেখা হয় নাই (কিংবা খেয়ালই করি নাই)।
About the author
জাতিতে বাঙ্গালী, তবে পূর্ব পূরুষরা নাকি এসেছিলো আফগানিস্তান থেকে - পাঠান ওসমান খানের নেতৃত্বে মোঘলদের বিরুদ্ধে লড়াই করতে। লড়াই এ ওসমান খান নিহত এবং তার বাহিনী পরাজিত ও পর্যূদস্ত হয়ে ছড়িয়ে পড়ে টাঙ্গাইলের ২২ গ্রামে। একসময় কালিহাতি উপজেলার চারাণ গ্রামে থিতু হয় তাদেরই কোন একজন। এখন আমি থাকি বাংলাদেশের রাজধানী ঢাকায়। কোন এককালে শখ ছিলো শর্টওয়েভ রেডিও শোনা। প্রথম বিদেশ ভ্রমণে একমাত্র কাজ ছিলো একটি ডিজিটাল রেডিও কেনা। ১৯৯০ সালে ষ্টকহোমে কেনা সেই ফিলিপস ডি ২৯৩৫ রেডিও এখনও আছে। দিন-রাত রেডিও শুনে রিসেপশন রিপোর্ট পাঠানো আর QSL কার্ড সংগ্রহ করা - নেশার মতো ছিলো সেসময়। আস্তে আস্তে সেই শখ থিতু হয়ে আসে। জায়গা নেয় ছবি তোলা। এখনও শিখছি এবং তুলছি নানা রকম ছবি। কয়েক মাস ধরে শখ হয়েছে ক্র্যাফটিং এর। মূলত গয়না এবং নানা রকম কার্ড তৈরী, সাথে এক-আধটু স্ক্র্যাপবুকিং। সাথে মাঝে মধ্যে ব্লগ লেখা আর জাবর কাটা। এই নিয়েই চলছে জীবন বেশ।Related Posts
June 7, 2023
খাদ্য তালিকা
February 3, 2023
বঙ্গবন্ধু সামরিক জাদুঘর
December 18, 2019
ফেসবুক মন্তব্য