আজকাল অনেকেই ইউটিউব বা ফেসবুক ভিডিও তৈরী করছেন। নিজে ভিডিও তৈরী করার সময়ও ছোট ছোট কিছু ভিডিও ক্লিপ দরকার হতে পারে ফিলার হিসাবে অথবা ভিডিও’র সৌন্দর্য্য বৃদ্ধির জন্য। আর এর জন্য রয়েছে নানা রকম ষ্টক ভিডিও সাইট। পেইড সাইট যেমন আছে, তেমনই আছে ফ্রি সাইট। এই সব ফ্রি ষ্টক ভিডিও সাইট থেকে ভিডিও ডাউনলোড করে আপনি খূব সহজেই ব্যবহার করতে পারেন। তবে ব্যবহারের আগে সাইটের নিয়মগুলি অবশ্যই পড়ে দেখবেন ভাল মতো। এক এক সাইট ভিডিও ব্যবহারের এক এক রকম অনুমতি দিয়ে থাকে। কোনটি হয়তো ব্যবহারের জন্য কোন ক্রেডিট দিতে হয় না, কোনটি হয়তো ক্রেডিট দিতে হয় কিন্তু বাণিজ্যিক ব্যবহার করা যায় না। সুতরাং নিয়মমতো ভিডিও ডাউনলোড করে ব্যবহার করলে কোন সমস্যা হবে না। আসুন তাহলে এরকম কিছু সাইটের সাথে পরিচিত হই
01. Mazwai
02. Videezy
03. Pexels
04. Videvo
05. Pixabay
06. Dareful
07. Mixlit
08. Vidsplay
09. Life of Vids
10. Vidlery
11. Coverr
12. Splitshire
13. Distill
আজ এপর্যন্তই। ভাল থাকুন।
ফেসবুক মন্তব্য