গত বছর ঈদের আগে ষ্ট্রিমিং সাইটের সাবস্ক্রিপশন বিকাশ করতে গিয়ে একটা ডিজিট ভুল করেছিলাম। ফলে টাকা চলে যায় আরেকজনের কাছে। আমি সেই নাম্বারে ফোন করে কোন রেসপন্স না পেয়ে জাষ্ট একটা এসএমএস পাঠিয়েছিলাম। ঈদের দিন সকালে অপরিচিত এক নাম্বার থেকে ফোন আসলো। বললো তার আরেক নাম্বারে ২০৫ টাকা এসেছে। কিন্তু সে না বুঝেই টাকা খরচ করে ফেলেছে। টাকা যদি কয়েকদিন পরে পাঠায় তাহলে সমস্যা হবে কিনা জানতে চাইলেন। আমি হেসেই জানালাম কোন সমস্যা নাই। মাত্র ২০৫ টাকা বলে আমি অবশ্য আগেই আশা ছেড়ে দিয়েছিলাম।
যাই হোক। টাকা আর আসে নাই। আমিও ভুলে গিয়েছিলাম। আজ কিছুক্ষণ আগে এক অপরিচিত নাম্বার থেকে কল আসলো। জানালো সেই ২০৫ টাকার কাহিনী। কথার ধরণ দেখে মনে পড়লো ওনার সাথেই আগের বার কথা বলেছিলাম। কিছুক্ষণের মধ্যেই এ বিকাশে ২০৫ টাকা আসলো। ফোন ব্যাক করার আগেই আবার কল। জানালেন উনি খূব লজ্জিত এতোদিন পর টাকা ফেরত দেয়ার জন্য। আমি ২/৩ বার ধন্যবাদ দিয়ে কথা শেষ করলাম।
আসলে লজ্জা পেলাম কিন্তু আমি নিজে। ভেবেই নিয়েছিলাম টাকা মার গিয়েছে। সবাই যে আসলে একরকম না, সেই কথা মনে থাকে না।
ধন্যবাদ ‘অপরিচিত’ !!!
Photo by Alex Shute on Unsplash
ফেসবুক মন্তব্য