কিছুক্ষণ আগে এক বন্ধুর সাথে কথা বলছিলাম। কৈশোর -যৌবন এক সাথে পার করে আমরা এখন প্রৌঢ়। অনেক দিন কথা হয়নি, দেখা-সাক্ষাৎ তো বন্ধই। তাই লম্বা আলাপ।
কথা বলতে বলতে হঠাৎ করে লাইন কেটে গিয়েছিলো। এবার বন্ধু ই ফোন দিলো। দিয়েই বলে বুড়া যে হচ্ছি টের পাও। মানে? বলে হাটতে বের হয়েছিলাম। এক হাতে গ্লাভস আর একহাতে মোবাইল নিয়ে তোমার সাথে কথা বলতে বলতে যাচ্ছিলাম। হঠাৎ মনে হলো মোবাইল তো বাসায় ফেলে এসেছি। আবার ফিরতি পথে অনেকদূর চলেও এসেছিলাম। এমন সময় কল কাটলো। আর তখনই মনে পরলো আরে মোবাইল তো হাতে।
হ্যাঁ। এরকম ঘটনা মাঝে মধ্যেই ঘটে। ১০ মিনিট আগে কি করছিলাম মনে করতে পারি না। একদিন তো পকেটে চশমা রেখে পুরো রুম ওলট-পালট করে ফেলছিলাম চশমার খোঁজে।
বয়স আসলেই বাড়ছে।
ফেসবুক মন্তব্য