সকালে উত্তরা উত্তর থেকে সচিবালয় গেলাম মেট্রোরেল এ। ভীড় কাহাকে বলে কত প্রকার ও কি কি জানতে পারলাম। পাস থাকাতে লাইনে আর দাঁড়াতে হয় নাই। না হলে খবরই ছিলো। এক এক ষ্টেশন আসে আর চিরে চ্যাপ্টা হওয়ার অবস্থা হয়। পল্লবীতে আসার পর লোকো মাষ্টার ঘোষণা দিলেন ভিতরে আরো জায়গা আছে। সবাই যেন অন্যকে উঠার সূযোগ করে দেন।
এক রসিক যাত্রীর মন্তব্য “ব্যাটা নিশ্চয়ই বাসের কন্ডাক্টর ছিলো। না হলে এই ভীড়ের মধ্যে খালি জায়গা দেখে কেমন করে !?! ”
ফেসবুক মন্তব্য