ভ্রামমান লাইব্রেরি থেকে বই আনলাম। নাম কিশোর জীবনীসমগ্র। শুরুতেই আছে কবি কালিদাস এর জীবনী। মজার বিষয় হলো তিনি নাকি আদতে খূব সহজ-সরল মানুষ ছিলেন। আর তাই সরলতা নিয়ে প্রচলিত আছে নানা কাহিনী।
কালিদাস বিয়ে করেছেন রাজকন্যাকে। বাসর ঘর সাজানো হয়েছে চমৎকার ভাবে। মশার অত্যাচার থেকে রক্ষার জন্য মশারীও টানানো আছে। কনে বসে আছে কালিদাসের অপেক্ষায়। অবশেষে কালিদাস আসলেন। কিন্তু বিছানায় না উঠে তিনি বিছানার চারিদিকে চক্কর দিতে থাকলেন। দিচ্ছেন তো দিচ্ছেনই, থামার নাম নেই। শেষে নববধূ সব লাজ লজ্জার মাথা খেয়ে বলেই বসলেন আপনি এভাবে ঘুরছেন কেন, বিছানায় উঠবেন না ? কথা শুনে কালিদাসের ঘোরা থামলো। মাথা চুলকে বললেন ঘরের তো কোন দরজা দেখি না।
তবে ঘটনা হলো সেই কোন আমলের কালিদাস, তার আমলেও মশার উৎপাত কত ভয়ঙ্কর ছিলো। এখনও আছে।
ফেসবুক মন্তব্য