মানুষ বড় বিচিত্র জীব। একজন ভদ্রলোক’কে জানি যার নানা রকম বদঅভ্যাস আছে। তার মধ্যে দুটি হলো ধূমপান আর মদ্যপান। বলা হয়ে থাকে এক সিগারেট এর আগুন দিয়েই আরেক সিগারেট ধরান। এপর্যন্ত বার দূয়েক হার্ট এটাক হয়েছে। কিন্তু তার ধূমপান আর মদ্যপানের অভ্যাস ছাড়ানো যায় নাই।
এদিকে আবার নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ পড়েন। সকালে উঠে কোরআন শরীফও পড়েন। তবে তার কোরআন শরীফ পড়া বড়ই অদ্ভুত। আরবীতে কোরআন শরীফ না পড়ে তিনি ইংরেজী অনুবাদটি পড়েন।
এভাবেই চলছিলো। টাকা-পয়সা সব ধো়ঁয়া আর পানিতেই বিসর্জন দিয়েছেন। অবসর নেয়ার পর এখন আছেন ছেলের কাছে। তবে ছেলে বাবার দায়িত্ব নেয়ার সময় ই বলে নিয়েছে তাকে তার সব বদঅভ্যাস ছাড়তে হবে। ছেলেরও ব্যাপক ধৈর্য। একটু একটু করে সে তার এই নিয়মিত অভ্যাসগুলো পরিবর্তন করেছে। শতকরা ১০০ ভাগ সফল না হলেও অনেকটাই সফল। মদ একেবারেই স্পর্শ করেন না, কারণ কিনতে অনেক টাকা প্রয়োজন। আর সিগারেটও কালেভদ্রে। হয়তো এটাও একসময় বাদ হয়ে যাবে।
ফেসবুক মন্তব্য