ইদানিং মিডিয়াম ওয়েভে নব ঘুড়িয়ে বেশ মজা পাচ্ছি। দিনের বেলা অবশ্য তেমন কিছু পাওয়া যায় না। কিন্তু মোটামুটি সন্ধ্যা থেকেই আশে পাশের দেশের, বিশেষ করে ভারতের বেশ কিছু মিডিয়াম ওয়েভ ষ্টেশন কম-বেশী শোনা যেতে থাকে। এগুলিবেশীর ভাগই বাংলাদেশের পশ্চিমে অবস্থিত। ভারত ছাড়া এদিকের নেপাল এর ষ্টেশন পেয়েছি। পূর্ব দিকের মায়ানমার, থাইল্যান্ড এবং চীনের কিছু ষ্টেশন পেয়েছি। গত বছর শীতকালে পাকিস্তান, ওমান এবং (খূব সম্ভব) ইরানের একটি ষ্টেশন শুনতে পেরেছিলাম।
গত কয়েকদিন ধরে নিয়মিত সন্ধ্যার পর মিডিয়াম ওয়েভ সার্চ করছি। এবার অবশ্য ভারতীয় ষ্টেশন গুলি শোনা এবং রেকর্ড করার দিকে জোর দিয়েছি। গতকাল রাতে বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র বন্ধ হওয়ার পর ৮৭৩ কিলোহার্টজে ভারতীয় একটি ষ্টেশন পেলাম। কথাবার্তা শুনে এবং অনলাইন রেকর্ড ঘেটে পেলাম এটি পাঞ্জাব রাজ্য থেকে প্রচারিত আকাশবাণী জলন্ধর।
এশিয়ান ওয়েভ এর তথ্য
ঢাকা থেকে জলন্ধরের দূরত্ব ১৬৮৭ কিলোমিটার বা ১০৪৮ মাইল
এবার তাহলে শুনুন গতকালের অডিও রেকর্ডিং
আজ এপর্যন্তই
হ্যাপি ডিএক্সইং
ফেসবুক মন্তব্য